Kiara Advani Birthday: 'অনবদ্য একটা বছরে পা রাখছি', স্বামী-সন্তানকে নিয়ে প্রথম জন্মদিন পালন, কী কী করলেন কিয়ারা?
Kiara Advani News: কিয়ারা তাঁর বিশেষ দিনটা বাবা মা, কন্যাসন্তান ও স্বামী সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছা জানানোর জন্য

কলকাতা: মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন তাঁর। কাজেই এই জন্মদিনটা তাঁর কাছে একটু অন্যরকম, একটু বিশেষ। জুলাই মাসের শেষের দিকে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। ৩৪ বছরে পা দিলেন কিয়ারা। সোশ্যাল মিডিয়ায়, কিয়ারা একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। সেখানে নিজের কোনও ছবি শেয়ার করে নেননি অভিনেত্রী। একটি কেকের ছবি মাত্র। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিশাল বড় দুটি ডানা। আর সেই ডানার মধ্যে এক মা, তার একরত্তি কন্যাসন্তানকে বুকে জড়িয়ে ধরে রয়েছে। কেকের নিচে লেখা, 'শুভ জন্মদিন কি.. সবচেয়ে সুন্দর মা'। প্রসঙ্গত, সিদ্ধার্থ মলহোত্র কিয়ারাকে 'কি' বলে ডাকেন।
কিয়ারার জন্মদিনে বিশেষ কেক
কিয়ারা তাঁর বিশেষ দিনটা বাবা মা, কন্যাসন্তান ও স্বামী সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছা জানানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের দিন কিছু পোস্ট শেয়ার করে নেননি কিয়ারা। তবে জন্মদিনের পরের দিনই কিয়ারা শেয়ার করে নিয়েছেন তাঁর জন্মদিনের কেকের ছবি। কিয়ারা ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার সবচেয়ে বিশেষ জন্মদিন। আমার জীবনের প্রিয়জনদের দ্বারা পরিবেষ্টিত..আমার সন্তান, আমার স্বামী এবং আমার বাবা-মা, এবং আমাদের দুটি গান বারবার বাজছে কারণ আমরা এই দুর্দান্ত বছরে পা রাখছি। অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।‘
View this post on Instagram
কিয়ারার জন্মদিনে গান মুক্তি
সামনেই মুক্তি পাচ্ছে কিয়ারা আডবাণীর নতুন সিনেমা 'ওয়ার ২' (War 2)। সেই ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কিয়ারাকে। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে এই ছবিটি। আর গতকালই মুক্তি পেয়েছে এই সিনেমার নতুন গান। দর্শকেরাও ইতিমধ্যেই গানটি বেশ পছন্দ করেছেন।
সন্তান জন্মের পরে সিদ্ধার্থ কিয়ারার বিশেষ পরিকল্পনা
কন্যাসন্তানের জন্মের পরে, সিদ্ধার্থ আর কিয়ারা একটি বিশেষ বাক্সে পাপারাৎজিদের মিষ্টি পাঠিয়েছিলেন। সেখানে লেখা ছিল, 'আমাদের রাজকুমারী চলে এসেছে। সেই উপলক্ষ্যে একটু মিষ্টিমুখ করে নিন। আর দয়া করে কোনও ছবি তুলবেন না। কেবল আশীর্বাদ করবেন।' পাপারাৎজি থেকে শুরু করে নেটিজেনরা, প্রত্যেকেই কিয়ারা ও সিদ্ধার্থের এই ব্যবহারের প্রশংসা করেছেন। সিদ্ধার্থ আর কিয়ারা বলিউডের অন্যতম প্রিয় জুটি। তাঁদের জীবনে নতুন সদস্য আসাতেও খুশি অনুরাগীরা। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মাকে।






















