এক্সপ্লোর
Advertisement
'বুর্জ খলিফা' -র শ্যুটিং-এ গরম বালির ওপর খালি পায়ে নাচ করতে হয়েছিল: কিয়ারা
প্রথমে 'কবীর সিং' ও তারপর 'গুড নিউজ'। ইতিমধ্যেই টিনসেল টাউনের নজর কেড়েছে কিয়ারা আডবাণী। এরপর 'লক্ষী বোম্ব' ছবিতে-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে। সামনে এসেছে নতুন ছবির গানও। দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে 'বুর্জ খলিফা' গানটি।
মুম্বই: প্রথমে 'কবীর সিং' ও তারপর 'গুড নিউজ'। ইতিমধ্যেই টিনসেল টাউনের নজর কেড়েছে কিয়ারা আডবাণী। এরপর 'লক্ষী বোম্ব' ছবিতে-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে। সামনে এসেছে নতুন ছবির গানও। দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে 'বুর্জ খলিফা' গানটি।
এই নিয়ে দ্বিতীয়বার অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কিয়ারা। ছবির গান 'বুর্জ খলিফা'-য় সকলের নজর কেড়েছে কিয়ারার ঝলমলে নাচ। একটি সাক্ষাৎকারে কিয়ারা জানান, ওই গানের শ্যুটিং ছিল ছবির মধ্যে সবচেয়ে উপভোগ্য। কিয়ারা আরও বলেন, 'গোটা গানে কখনও তিনি সিফন শাড়ি পড়ে নাচ করছেন। আবার কখনও আমায় পড়তে হয়েছিল ফ্যাশানেবেল সোনালী পোশাক। চারিদিক রোদে পুড়ে যাচ্ছে। গরম বালি। তার মধ্যেই আমায় খালি পায়ে নাচ করতে হয়েছিল।'
২০১৯ সালে অক্ষয় কুমারের সঙ্গে প্রথম অভিনয় করেন কিয়ারা। 'লক্ষী বোম্ব' একটি হরর কমেডি ছবি। এই ছবিতে অক্ষয় কুমারের লুক দেখএ চমকে উঠেছিলেন সকলেই। ছবির ট্রেলার নিয়ে উঠেছিল একাধিক বিতর্কও। এখন দর্শক অপেক্ষা করছেন অক্ষয়-কিয়ারাকে ফের একবার পর্দায় দেখার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement