Tollywood News: বিচ্ছেদের আগে একবার সম্পর্ককে ঘুরে দেখতে চান প্রিয়ঙ্কা-কিঞ্জল! আসছে নতুন ছবি
Kinjal Nanda and Priyanka Sarkar: একটি রিসর্টে ছুটি কাটাতে গিয়ে আরও তিক্ততা তৈরি হয় কৃষ্ণেন্দু আর ঝর্ণার মধ্যে। বাইরে অঝোরে বৃষ্টি আর দুজনেই আটকে পড়েছে একটি কটেজে

কলকাতা: টলিপাড়ায় এবার নতুন জুটি। প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar)-এর সঙ্গে জুটি বাঁধছেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। 'ইতি তোমার সিনেমাওয়ালা' প্রযোজনা সংস্থার প্রথম কাজ মুক্তি পাচ্ছে। ছবিটির নাম 'ডু নট ডিসটার্ব' (Do Not Disturb)। এই গল্পে প্রিয়ঙ্কার স্বামীর ভূমিকায় দেখা যাবে কিঞ্জলকে। তবে প্রেমের গল্প নয়, এই গল্পের মধ্যে রয়েছে অনেক পরত, অনেকগুলো স্তর। কিঞ্জলের নাম ছবিতে কৃষ্ণেন্দু ও ছবিতে প্রিয়ঙ্কার নাম হয়েছে ঝর্ণা। সম্পর্ক থেকে অব্যাহতি চান তারা। বিচ্ছেদ চান। তবে যেহেতু তাদের একটি সন্তান রয়েছে, সেই কারণেই একবার সম্পর্কটাকে ঘুরে দেখতে চান তাঁরা। সেই কারণেই আদালতের বিচারকের নির্দেশে একসঙ্গে একটি ছুটি কাটাতে যান তাঁরা। কিন্তু সেখানে গিয়েই শুরু হয় সমস্যা।
একটি রিসর্টে ছুটি কাটাতে গিয়ে আরও তিক্ততা তৈরি হয় কৃষ্ণেন্দু আর ঝর্ণার মধ্যে। বাইরে অঝোরে বৃষ্টি আর দুজনেই আটকে পড়েছে একটি কটেজে। তাদের মধ্যে শুরু হয় ঝগড়া। হঠাৎ তাদের কটেজের দরজায় এসে ডাকেন এক বৃদ্ধ। সে অনুরোধ করে, তারা যাতে একটু আস্তে কথা বলে যাতে সে নির্দ্ধিধায় আত্মহনন করতে পারে। এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায় কৃষ্ণেন্দু আর ঝর্না। কোন দিকে মোড় নেবে তাদের সম্পর্ক, সেই গল্পই এবার দেখা যাবে ছবির পর্দায়।
এই ছবিটি নিয়ে প্রিয়ঙ্কা বলছেন, 'ইতি তোমার সিনেমাওয়ালা' প্রযোজনার প্রথম কাজের অংশ হতে পেরে ভীষণ ভাল লাগছে। কমেডি সিনেমায় অভিনয় করা বেশ কঠিন, কিন্তু কিঞ্জল নন্দ আর চন্দন সেনের সঙ্গে অভিনয় করতে গিয়ে কাজটাকে মোটেই কঠিন বলে মনে হয়নি। সবাই খুব আনন্দ করে কাজটা করেছি। বাকিটা দর্শক বলবে।' এই ছবি নিয়ে প্রযোজক আদৃতা দে বলছেন, 'সিনেমা মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন প্রযোজক হিসেবে আমি এই ছবির মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন সমস্যাকে তুলে ধরার চেষ্টা করেছি। বয়স্ক মানুষদের একাকিত্ব, সম্পর্কের বিভিন্ন সমীকরণ সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই ছবিতে। অনেক সময়ে সমাধান আমাদের চোখের সামনেই থাকে। আমরা সেটা খুঁজে পাই না মাত্র। আশা করছি মানুষ নিজের জীবনের সঙ্গে এই ছবিটির, এই ঘটনাগুলির মিল পাবেন।






















