Kinjal Nanda: বিজ্ঞাপনের মুখ কেন? আরজি কর প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত হেনস্থা কিঞ্জলকে
Kinjal Nanda News: সোশ্যাল মিডিয়ায় আজ চিকিৎসকদের একটি সমাবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কিঞ্জল
কলকাতা: তিনি একদিকে যেমন চিকিৎসা করেন, পাশাপাশি অভিনয়ও করেন। তবে আরজি কর কাণ্ডে আন্দোলনের মুখ হয়ে ওঠার পরেই ব্যক্তিগত জীবনে বারে বারে আক্রমণের মুখে পড়তে হয়েছে কিঞ্জল নন্দ (Kinjal Nanda)-কে। আর এই আক্রমণের তালিকায় নতুন সংযোজন একটি বিজ্ঞাপন। সদ্য প্রকাশ পেয়েছে একটি বিজ্ঞাপন আর স্ট্রিল প্রস্তুতকারী এই সংস্থার মুখ হিসেবে বিজ্ঞাপনে অংশ নিয়েছেন কিঞ্জল। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা।
ঘটনাটা ঠিক কী ঘটেছে? সোশ্যাল মিডিয়ায় আজ প্রকাশ্যে এসেছে একটি স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন যেখানে দেখা যাচ্ছে কিঞ্জল নন্দকে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য নিজের প্রোফাইল থেকে এই বিজ্ঞাপন শেয়ার করে নেননি তিনি। কিঞ্জল আজ একটি ছবির ঘোষণা শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বিজ্ঞাপন নিয়ে কিঞ্জলকে কটাক্ষের শিকার হতে হয়েছে। অনেকেই বিরূপ মন্তব্য করেছেন কিঞ্জলের এই বিজ্ঞাপনে যোগ দেওয়া নিয়ে। অনেকেই বলেছেন, আন্দোলন ভুলে কিঞ্জল ফিরে এসেছেন নিজের জীবনযাত্রায়।
তবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আজ চিকিৎসকদের একটি সমাবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কিঞ্জল। আরজি করে আজ একটি সমাবেশ হয়েছিল। সেখানে দেখা গিয়েছে কিঞ্জলকে। একজন চিকিৎসক হিসেবে তিনি এই সমাবেশে যোগ দিয়েছিলেন। অভিনয়ের দিক থেকে, আগামীকে 'ডু নট ডিসটার্ব' ছবিতে দেখা যাবে কিঞ্জলকে। অন্যদিকে তিনি সম্প্রতি শেষ করেছেন 'দেবী চৌধুরানী' ছবির শ্যুটিংও।
ভাইফোঁটার দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন কিঞ্জল। কি লিখেছেন কিঞ্জল? তিনি লিখেছেন, 'ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেবো না, রাখীও পরবো না। সেই যোগ্যতা হারিয়েছি।' স্পষ্টতই, এখানে তিনি আরজি করের নিহত চিকিৎসকের কথাই বলেছেন। কি়ঞ্জলদের আন্দোলনের স্লোগানের মধ্য একটি অন্যতম ছিল, 'আমার বোনের বিচার চাই'। নির্যাতিতাকে বোন বলে উল্লেখ করেই তাঁর বিচারের দাবিতে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকা। আর তাই, সেই বোনকে বাঁচাতে পারেননি বলেই যেন আত্মগ্লানিতে ভুগছেন কিঞ্জল। সেই কারণেই এই শপথ।
আরও পড়ুন: Tollywood Update: কখনও ভাংড়া, কখনও ভরতনাট্যম.. মঞ্চে নাচ করছেন এ কোন টলিউড নায়িকা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।