Lets Dance Chotu Motu Song: সলমন খানের সঙ্গে হানি সিংহের ডুয়েট, প্রকাশ্যে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির গান
Lets Dance Chotu Motu: প্রায় চার বছর পর বড়পর্দায় মুখ্য চরিত্রে দেখা যাবে সলমন খানকে। মুক্তির অপেক্ষায় 'কিসি কা ভাই কিসি কি জান'। শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং।
নয়াদিল্লি: মাত্র দিন তিনেকের অপেক্ষা। ২১ এপ্রিল মুক্তি পাবে 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। তার আগে প্রকাশ্যে এল ছবির নতুন গান 'লেটস ডান্স ছোটু মোটু' (Let's Dance Chotu Motu)। সলমন খানের কণ্ঠেই শোনা গেল ছড়া দিয়ে তৈরি মজার এই গান। গানে দেখা মিলল ইয়ো ইয়ো হানি সিংহেরও (Yo Yo Honey Singh)।
প্রকাশ্যে সলমনের নতুন গান 'লেটস ডান্স ছোটু মোটু'
প্রায় চার বছর পর বড়পর্দায় মুখ্য চরিত্রে দেখা যাবে সলমন খানকে। মুক্তির অপেক্ষায় 'কিসি কা ভাই কিসি কি জান'। শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। সেই আবহে মুক্তি পেল ছবির নতুন গান। নার্সারি রাইম দিয়ে তৈরি এই গানে কণ্ঠ শোনা যাচ্ছে ভাইজানের। তাঁর সঙ্গে রয়েছেন দক্ষিণী কম্পোজার দেবী শ্রী প্রসাদ ওরফে ডিএসপি। গানে রয়েছে একাধিক র্যাপ যা হানি সিংহের তৈরি। কণ্ঠ হানি সিংহের সঙ্গে দিয়েছে নেহা ভাসিন।
ছবির অপর দক্ষিণী ঢঙে তৈরি 'ইয়েনতম্মা' গানের মতোই এই গানেও সলমন, জসসি গিল, রাঘব জুয়াল, ভেঙ্কটেশ ডগ্গুবতিতে বেষ্টি পরে নাচতে দেখা গেছে। পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, শেহনাজ গিল প্রত্যেককেই ট্রেডিশনাল পোশাকে দেখা গেছে। গানের কয়েকটি দৃশ্যে দেখা মিলেছে হানি সিংহেরও।
এই গানে 'ট্যুইঙ্কল ট্যুইঙ্কল লিটল স্টার', 'জ্যাক অ্যান্ড জিল' বা 'হাম্পটি ডাম্পটি'র মতো রাইমস শোনা গেছে। তবে কী কারণে এমনভাবে গানটা তৈরি হয়েছে জানা যায়নি।
View this post on Instagram
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন একটি পোস্ট করেন সলমন খান। সেখানেই ঘোষণা করেন অগ্রিম বুকিংয়ের কথা। ৫৭ বছর বয়সী অভিনেতা লেখেন, 'কিসি কা ভাই কিসি কি জানের জন্য অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেল। এখনই নিজেদের টিকিট নিয়ে নিন! ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।'
সোমবারও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজেরই একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'কাজ করার থেকে ভাল কিছু নেই ফলে আরাম করতে হবে না। কাজ করো। KKBKKJ মুক্তি পেতে চারদিন বাকি, পরিশ্রম না করলে পরিবারকে ফ্যামিলি ফিল্ম কীভাবে দেখাবে। অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে, কিনে ফেলো।'
আরও পড়ুন: Aarti Mittal: বেআইনি কাজকর্মের অভিযোগে ধৃত কাস্টিং ডিরেক্টর-অভিনেত্রী আরতি মিত্তল
ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে সলমন খান মুখ্য চরিত্রে ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন। শেষ তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে টাইগার হিসেবে দেখা গিয়েছিল।