Singer KK Death: 'হু ইজ কে কে?' প্রয়াত শিল্পী প্রসঙ্গে রূপঙ্করের মন্তব্য ভাইরাল
KK Death: 'আমি তো গান শুনে যা বুঝলাম কে কে-র থেকে আমরা সবাই ভাল গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কী কারণ?'
কলকাতা: সঙ্গীতশিল্পী কে কে (KK) প্রসঙ্গে ফেসবুক লাইভে শিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মন্তব্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। কী এমন বলেছিলেন রূপঙ্কর?
কে কে প্রসঙ্গে ফেসবুকে রূপঙ্করের মন্তব্য
'আমি তো গান শুনে যা বুঝলাম কে কে-র থেকে আমরা সবাই ভাল গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কী কারণ? কে কে, কে কে, কে কে... কে? হু ইজ কে ম্যান? আমরা যে কোনও কে-র থেকে বেশি ভাল,' গত পরশু ফেসবুক লাইভে এসে এমনই মন্তব্য করেন বাংলার গায়ক রূপঙ্কর।
সোমবার নজরুল মঞ্চে বিবেকানন্দ কলেজের জন্য কে কে-র অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে দেখে এমনই মন্তব্য করেন রূপঙ্কর। তিনি দাবি করেন, কে কে-র থেকে বাংলার গায়করা অনেক ভাল গান করেন। এবং সেখানেই বিতর্ক দানা বাঁধে। এরপরের দিন নজরুল মঞ্চে পরের অনুষ্ঠান শেষে মৃত্যু হয় কে কে-র। তারপরই রূপঙ্করের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বিতর্কের সঙ্গে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
অনুষ্ঠানের মাঝে অসুস্থ বোধ করেন কে কে
সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝে অসুস্থ বোধ করেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। এমনই একটি ভিডিওয় দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন কে কে। তোয়ালেতে মুখ মুছছেন শিল্পী। জানা যাচ্ছে একইসঙ্গে অডিটোরিয়ামের এসি কাজ করছিল না বলেও জানান কে কে।
এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
আরও পড়ুন: KK Death: 'ওঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছি, গান স্যালুটে শ্রদ্ধা জানানো হবে,' ঘোষণা মুখ্যমন্ত্রীর