New Web Series: মোবাইলে শ্যুট, টানটান থ্রিলার, আসছে নতুন ওয়েব সিরিজ 'বারাণসী জংশন'
'Varanasi Junction': বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল একটি রোমহর্ষক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নাম 'বারাণসী জংশন'।
কলকাতা: মোবাইল ফোনে শ্যুট করা হল গোটা ওয়েব সিরিজ (Web Series)। পরিচালনায় অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় (Arnab Ringo Banerjee)। তবে এই প্রথম নয়। এর আগে প্যারানর্ম্যাল সিরিজও শ্যুট করেছিলেন মোবাইলে। নতুন এই ওয়েব সিরিজের নাম 'বারাণসী জংশন' (Varanasi Junction)। থ্রিলার ঘরানার এই সিরিজ মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে (Klikk)।
মুক্তির অপেক্ষায় 'বারাণসী জংশন'
বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল একটি রোমহর্ষক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নাম 'বারাণসী জংশন'।
দ্রুত গতির এই কাহিনির পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা। প্রত্যেক আনাচে কানাচে যেন বিপদমুখী মরণের ফাঁদ। ঘটনার সূত্রপাত একটি ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া ও এক মহিলা সাংবাদিকের তাঁকে শনাক্তকরণকে কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সূত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তার অজ্ঞাতেই তার প্রত্যেক পদক্ষেপের ওপর নজরদারি করা হচ্ছে। এমন কী এই শহরে বিশ্বাসযোগ্য বলে সে কাউকেই খুঁজে পায় না। ক্রমে তার সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে টানটান থ্রিলার 'বারাণসী জাংশন'-এ।
আরও পড়ুন: 'Pathaan Day': শুক্রবার দেশজুড়ে 'পাঠান দিবস' উদযাপন, ১১০ টাকায় মিলবে টিকিট
সিরিজের কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিজেই। অভিনয়ে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে।
এই সিরিজ প্রসঙ্গে পরিচালক বলেন, 'ক্লিকের সঙ্গে আমার প্রথম সফরটি আসলে রোলার কোস্টার অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়। 'বারাণসী জংশন' আমার জন্য জীবনের সেরা অভিজ্ঞতার অন্যতম। আমি রাতে এবং ভোরের কুয়াশায় পবিত্র এবং সবচেয়ে রহস্যময় ঘাটগুলির শ্যুটিং করতে পেরেছি। অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ওই দৃশ্যগুলি শ্যুট করা অনবদ্য এক অভিজ্ঞতা। আমার বিশ্বাস এই থ্রিলার আপনাকে শেষ পর্যন্ত রহস্যের বাঁধনে বেঁধে রাখবে।' আগামী মার্চ মাসে ক্লিকে মুক্তি পাবে এই সিরিজটি। প্রসঙ্গত, এখন বলিউডেও বিশাল ভরদ্বাজ (Vishal Bharadwaj), সঞ্জয় লীলা ভংশালীর (Sanjay Leela Bhansali) মতো পরিচালকেরা ফোনে শ্যুট করছেন গোটা ছবি বা সিরিজ।