Kriti-Prabhas Dating Rumours: বিয়ে করছেন কৃতী-প্রভাস? 'ভেড়িয়া' ঢঙে নিজেই উত্তর দিলেন অভিনেত্রী
Kriti-Prabhas Dating: কৃতী শ্যানন সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রভাসের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, 'আমি ওঁর সঙ্গে আবারও কাজ করতে চাইব, ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল।'

নয়াদিল্লি: প্রেম করছেন প্রভাস (Prabhas) ও কৃতী শ্যানন (Kriti Sanon)? বিয়েও করতে চলেছেন? প্রভাস বিয়ের প্রস্তাব দিয়েছেন 'মিমি' অভিনেত্রীকে? অজস্র প্রশ্ন, অঢেল জল্পনা (rumours)। কিন্তু সবকিছুতেই জল ঢাললেন অভিনেত্রী স্বয়ং। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করে কৃতী জানান, সবটাই ছিল তাঁর আগামী ছবির প্রচারের অংশ। প্রভাসের সঙ্গে তাঁর প্রেম, বিয়ে কোনওকিছুই হচ্ছে না।
প্রভাস-কৃতী সম্পর্কে জল্পনার অবসান
কয়েকদিন ধরেই বলিউডে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল, 'আদিপুরুষ' মুক্তির পরেই বাগদান সারবেন দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে বরুণ ধবনের মন্তব্য শুনে সকলে এমনটাই বিশ্বাস করছিলেন। তবে সেই জল্পনার অবসান হল অচিরেই। কৃতী শ্যাননের পোস্টেই সেই জল্পনা কাটল।
কৃতী শ্যানন মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে জানান তাঁর প্রেম ও বিয়ে নিয়ে যে সমস্ত খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। পুরোটাই মজা করে বলা ও করা হয়েছে। তাঁর ও প্রভাসের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন একেবারে 'ভিত্তিহীন' বলে দাবি কৃতীর। স্টোরিতে তিনি 'ফেক নিউজ' স্টিকারও যোগ করেছেন। গোটা পোস্টটাই তিনি করেছেন 'ভেড়িয়া' ঢঙে।

কৃতী শ্যানন সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রভাসের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, 'আমি ওঁর সঙ্গে আবারও কাজ করতে চাইব, ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল। ওঁর চোখে একটা অন্যধরনের শুদ্ধতা আছে। আমি মনে করি যাঁদের চোখ ভীষণ কথা বলতে পারে, ও তাঁদের মধ্যে একজন।'
আরও পড়ুন: Shehnaaz Gill: মিউজিক ভিডিওয় এবার শেহনাজ গিল ও এম সি স্কোয়্যার জুটি, প্রকাশ্যে পোস্টার
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে 'ভেড়িয়া'। যেখানে বরুণ ধবন ও কৃতী শ্যাননকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। সমালোচক এবং দর্শক, সকলের থেকেই বেশ ভালই সাড়া পেয়েছে এই ছবি। অমর কৌশিক পরিচালিত এই হরর-কমেডি ঘরানার ছবি বিজনের হরর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। অন্যদিকে, কৃতী শ্যাননকে এরপর দেখা যাবে প্রভাসের সঙ্গে 'আদিপুরুষ' ছবিতে।






















