Shehnaaz Gill: মিউজিক ভিডিওয় এবার শেহনাজ গিল ও এম সি স্কোয়্যার জুটি, প্রকাশ্যে পোস্টার
Upcoming Music Video: এবার মিউজিক ভিডিওয় জুটি বাঁধছেন শেহনাজ গিল ও এম সি স্কোয়্যার। দুই শিল্পীর অনুরাগীদের অপেক্ষা করতে হবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গানটি ইউটিউবে শোনা যাবে।
নয়াদিল্লি: শেহনাজ গিল (Shehnaaz Gill) ও এম সি স্কোয়্যার (MC Square) অবশেষে জানালেন তাঁদের একসঙ্গে কাজ করার কথা। আসছে তাঁদের প্রথম কাজ একসঙ্গে, গানের নাম 'ঘনি সয়ানি' (Ghani Syaani)। বেশ কিছুদিন ধরেই এই গান নিয়ে জল্পনা চলছিল বিস্তর। গায়ক ও অভিনেত্রী, দুই জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই গানের প্রথম পোস্টার (first poster) শেয়ার করেছেন। নেপথ্যে মরুভূমি, সেখানেই দুই শিল্পী। কবে মুক্তি পাচ্ছে গান? জানিয়েছেন পোস্টেই।
কবে আসছে 'ঘনি সয়ানি'
এবার মিউজিক ভিডিওয় জুটি বাঁধছেন শেহনাজ গিল ও এম সি স্কোয়্যার। গানের প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এই হল আমাদের আগামী গান 'ঘনি সয়ানি'র প্রথম পোস্টার, সঙ্গে এম সি স্কোয়্যার। দিনটি মনে রাখুন - ৫ ডিসেম্বর, ২০২২।'
View this post on Instagram
অভিষেক বৈশলা ওরফে এম সি স্কোয়্যার, একই পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, 'এই বছরটা শেষ হোক ধামাকার সঙ্গে। আমাদের আগামী গান ঘনি সয়ানি আসছে শেহনাজ গিলের সঙ্গে।'
View this post on Instagram
এর আগে এম সি স্কোয়্যার শেহনাজ গিলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তাঁদের রেকর্ডিং স্টুডিওয় দেখা যায়। ক্যাপশনে লেখেন, 'কী তৈরি হচ্ছে?' দুই শিল্পীর অনুরাগীরাই সেই থেকে অপেক্ষার প্রহর গুনছেন। অবশেষে ঘোষণা হয়ে গেল। তবে অপেক্ষা করতে হবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গানটি ইউটিউবে শোনা যাবে।
View this post on Instagram
আরও পড়ুন: Alia Bhatt: অভিনয়ে বিরতি! তাহলে সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে আলিয়া চললেন কোথায়?