Adipurush: 'আদিপুরুষ' ছবিতে জানকীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? খোলসা করলেন কৃতী
Adipurush: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বহুপ্রতিক্ষীত ছবি 'আদিপুরুষ'।
কলকাতা: দিন গোনা শুরু। মুক্তির অপেক্ষায় ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ইতিমধ্যেই ছবির গান ও ট্রেলার বেশ মনে ধরেছে দর্শকের। সকলেই এই ছবির ভাল হবে, সেই আশাতেই রয়েছেন। আর এবার এই ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতী শ্য়ানন।
সম্প্রতি অভিনেত্রী জানান, ' দর্শকের আশীর্বাদ ও ভালোবাসার জন্য়ই আমি আজ এই জায়গার দাঁড়িয়ে আছি। 'আদিপুরুষ' ছবিটি আমার কেরিয়ারের অন্য়তম গুরুত্বপূর্ণ ছবি। এখানে আমি জানকীর চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে অভিনয়ের জন্য় বড় বড় অভিনেতাদেরও অনেক সময় লাগে। কিন্তু মাত্র ৯ বছরের কেরিয়ারেই এই চরিত্রে কাজের সুযোগ পেয়ে আমি আপ্লুত। এর জন্য় আমি দর্শকের কাছে কৃতজ্ঞ।'
আরও পড়ুন...
মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড
তিনি আরও বলেন, “আমি মনে করি আমরা সিনেমাকে বাছাই না, সিনেমা এবং চরিত্র আমাদের বেছে নেয়। তাই আমরা অত্যন্ত ধন্য যে 'আদিপুরুষ'-এর মতো একটি ছবি জানকীর চরিত্রের জন্য় আমাকে বেছে নিয়েছে। এটি আমার কাছে শুধু একটি চলচ্চিত্রই নয় এটি তার চেয়ে অনেক বেশি কিছু।'
প্রসঙ্গত, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (Central Board of Film Certification) ওরফে সিবিএফসি আনুষ্ঠানিকভাবে এই ছবিকে 'U' সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই ছবির হিন্দি ভাষায় মোট দৈর্ঘ্য ১৭৯ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৫৯ মিনিট। 'আদিপুরুষ' ছবিটি একটি পৌরাণিক ড্রামা ঘরানার ছবি যা মহাকাব্য রামায়ণের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। কৃতীর পাশাপাশি, শ্রীরামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে সানি সিংহকে। অন্যদিকে সেফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে।
সম্প্রতি 'আদিপুরুষ' ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলারের দৈর্ঘ্য ২ মিনিট ২৪ সেকেন্ড। এই ট্রেলারের শুরুতে দেখা যায় জানকীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে রাবণ। তাঁকে চ্যালেঞ্জ করছেন রাম, 'আসছি ন্যায়ের ২ পা দিয়ে অন্যায়ের ১০ মাথা কুচিয়ে দিতে।' অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।
গত ৯ মে ছবির প্রথম ট্রেলার মুক্তি পায়। দর্শকের থেকে ট্রেলার প্রবল ভালবাসা ও প্রশংসা পায়। ছবির টিজার যদিও একেবারে বিপরীত প্রতিক্রিয়া পেয়েছিল। টিজার মুক্তির পর নিম্নমানের ভিএফএক্সের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে বিতর্ক।