Kriti Shanon: বিতর্কের কেন্দ্রবিন্দুতে 'আদিপুরুষ', অথচ ছবির কাজে মগ্ন কৃতি
Kriti Shanon Update: 'প্রভাসের চোখে অদ্ভুত একটা সারল্য রয়েছে। ও যখন অভিনয় করে, ক্যামেরার দিকে তাকায়, তখন যেন চোখ দিয়েই অভিনয় করে দেয় সবটা'। কেন বলেছিলেন কৃতি?
মুম্বই: 'আদিপুরুষ' মুক্তির আগেই বারে বারে বিতর্কে জড়াচ্ছে এই ছবি। দুর্বল মানের ভিএফএক্সের কাজ থেকে শুরু করে অভিনেতা পরিচালক দ্বন্দ্ব, একাধিকবার শিরোনামে নিয়ে এসেছে এই ছবিকে। শুধু কি তাই? এই ছবির হাত ধরেই যে নায়ক প্রভাস (Probhash) ও নায়িকা কৃতি শ্যানন (Kriti Shanon)-এর প্রেমের সূত্রপাত, এই কথাও মায়ানগরীর হাওয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে।
তবে 'আদিপুরুষ' ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার ছবির ডাবিং-এর কাজে হাত দিলেন 'আদিপুুরুষ'-এর জানকি ওরফে কৃতি। সোশ্য়াল মিডিয়ায় কৃতি শেয়ার করে নিলেন নতুন ছবির ডাবিং-এর ছবি। 'আদিপুরুষ'-এর চিত্রনাট্যের ২টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কৃতি। সঙ্গে রয়েছে হেডফোন, পেন ও গরম জল। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'গেট সেট ডাব'। অর্থাৎ, ডাবিংয়ের জন্য তৈরি হয়ে যাও। গান হিসেবে তিনি বেছে নিয়েছেন, রামের স্তবকেই। লিখেওছেন 'জয় শ্রী রাম'।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি মুখ খুলেছিলেন প্রভাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। সেখানে কৃতি বলেছিলেন, 'প্রভাসের চোখে অদ্ভুত একটা সারল্য রয়েছে। ও যখন অভিনয় করে, ক্যামেরার দিকে তাকায়, তখন যেন চোখ দিয়েই অভিনয় করে দেয় সবটা। আমার মনে হয় প্রভাসকে এই চরিত্রটায় নেওয়া হয়েছে ওর সারল্যের জন্যই। ভীষণ ভালো কাজ করেছে প্রভাস।'
আরও পড়ুন: Vicky Katrina Updates: একসঙ্গে বেশি সময় কাটাতে পারছেন না ভিকি-ক্যাটরিনা! কেন?
অন্যদিকে 'আদিপুরুষ' ছবি নিয়ে আপত্তিও জানিয়েছেন অনেকে। হিন্দু ধর্মের অপমান করা, ভুল তথ্য প্রদর্শন করা ইত্যাদি বহু কারণ দেখিয়ে এই ছবিকে বয়কট করার কথাও বলা হয়েছে। ছবি নিয়ে আপত্তি তুলেছে বিজেপির একাংশও। 'আদিপুরুষ' ছবির ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে উৎসুক অনুরাগীরা।