Kumar Sanu: প্রাক্তন স্ত্রীয়ের বিরুদ্ধে মানহানির মামলা করে ৫০ কোটি টাকা দাবি করেছেন কুমার শানু? কী বলছেন রীতা?
Singer Kumar Sanu News: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য বলেছিলেন, তিনি গর্ভবস্থায় থাকার সময়ে, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন কুমার শানু

কলকাতা: এর আগে, সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)-র বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছিলেন, কুমার শানু নাকি তাঁর সঙ্গে একটা সময়ে ভীষণ দুর্ব্যবহার করেছেন। রীতা ভট্টাচার্যের অভিযোগ, তিনি যখন গর্ভবতী ছিলেন সেই সময়ে নাকি কুমার শানু তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাঁকে ঠিক মতো খেতে দিতেন না। তাঁকে রান্নাঘরে বন্ধ করে রাখতেন। রীতা ভট্টাচার্যের তরফ থেকে এই কথাগুলি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। আর এবার, এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে, প্রাক্তন স্ত্রীর নামে মামলা দায়ের করলেন কুমার শানু।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য বলেছিলেন, তিনি গর্ভবস্থায় থাকার সময়ে, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন কুমার শানু। রীতা ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, তাঁকে চিকিৎসকের কাছে পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। আর এবার, এই সমস্ত কথার বিরোধিতা করে, সম্মানহানি করার মামলা দায়ের করেছেন কুমার শানু। সঙ্গীতশিল্পীর অভিযোগ, তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য ইচ্ছে করেই তাঁর ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই ধরনের মন্তব্য করেছেন। ১৭ ডিসেম্বর এই মামলার শুনানির দিন শানুর তরফ থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে অবশ্য একেবারে অন্য বয়ান দেন, প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। তিনি জানান, কুমার শানু নাকি তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা দাবি করেছেন। গোটা বিষয়টায় তিনি ভীষণ অবাক। রীতা ভট্টাচার্য বলছেন যে, তিনি ভাবতেই পারছেন না যে, কুমার শানু কীভাবে কল্পনাও করতে পারেন যে তাঁর কাছে এত টাকা রয়েছে। ৩ প্রাপ্তবয়স্ক সন্তানের মায়ের থেকে এইরকম টাকা দাবি করা সত্যিই দুর্ভাগ্যজনক। রীতা ভট্টাচার্য বলছেন, 'আমি হতবাক। তিনি তাঁর তিন প্রাপ্তবয়স্ক ছেলের মায়ের বিরুদ্ধে মামলা করছেন। তিনি অন্য কাউকে আক্রমণ না করে, আমাকে আক্রমণ করছেন। তিনি আমার বিরুদ্ধে মামলা করছেন, সেই অন্য লোকদের বিরুদ্ধে নয় যারা কথা ছড়াচ্ছেন এবং উস্কানিমূলক কথা বলছেন।'
রীতা অভিযোগ করেছিলেন যে কুমার শানু গর্ভাবস্থায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাঁকে খেতে দেননি, রান্নাঘরে বন্ধ করে দিয়েছিলেন এবং চিকিৎসার সুযোগও দেননি। রীতা তাঁর সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার ওঁর সঙ্গে কথা বলার কোনও সুযোগ হয়নি। না আমি, না আমার বাচ্চারা তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি কারণ তিনি সবসময় আমাদের নম্বর ব্লক করে দিয়েছেন। আমি শানুকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কখনও ফোন তোলেননি। তিনি আমাদের তাঁর নম্বরে ব্লক করে রেখেছেন।'






















