Kunal Ghosh: এবার অভিনেতা কুণাল ঘোষ! নতুন সিনেমার লুকে চমক দিলেন তৃণমূল নেতা!
Kunal Ghosh News: নিজের চরিত্রে অনিল বিশ্বাসের ছায়ার কথা মানতে রাজি নন কুণাল। তাঁর মতে, যদি মিল থেকে থাকে তবে তা নিতান্ত কাকতালীয়।

কলকাতা: তিনি রাজনীতিতে পা রাখছেন, সেই খবর আগেই জানা গিয়েছিল। শুধু অভিনেতা হিসেবেই নয়, তিনি এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যাতে বাম আমলের নেতার ছায়া রয়েছে! রুপোলি পর্দায় অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় অভিনয় করছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর চরিত্রের নাম শঙ্কর মল্লিক। সাদা পাঞ্জাবি, মাথায় পেতে আঁচড়ানো চুল, চোখের চশমায় তাঁকে দেখে অনেকেরই মনে পড়তে পারে বাম আমলের নেতা অনিল বিশ্বাসের কথা।
কুণাল ঘোষ নিজে সক্রিয় রাজনীতিতে রয়েছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজনীতির ময়দানে যথেষ্ট গুরুত্বপূর্ণ মুখ, তা অস্বীকার করার জায়গা নেই। তবে এবার একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ছবি নিয়ে বেশ কয়েকটি মিটিং হয়ে গিয়েছে। লুক সেট ও হয়ে গিয়েছে। তবে নিজের চরিত্রে অনিল বিশ্বাসের ছায়ার কথা মানতে রাজি নন কুণাল। তাঁর মতে, যদি মিল থেকে থাকে তবে তা নিতান্ত কাকতালীয়। তিনি এখন রাজনীতির পাশাপাশি চরিত্রটায় মন দিচ্ছেন। যাতে দর্শকের তাঁর অভিনয় ভাল লাগে, সেটাই এখন কুণাল ঘোষের একমাত্র লক্ষ্য।
এই গল্পের কেন্দ্রীয় চরিত্র যিনি, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক। তৎকালীন শাসকদল বামফ্রন্টের শীর্ষনেতাদের অত্য়ন্ত ঘনিষ্ঠ। ১৯৯৭ সালে, আচমকা চোখের আড়াল হয়ে যান সেই জলজ্য়ান্ত মানুষটা! সেই অন্তর্ধান রহস্য়ের ছায়া অবলম্বনে এবার তৈরি হচ্ছে ছবি। যেখানে ডেবিউ হচ্ছে কুণাল ঘোষের। নেতা এবার অভিনেতা। ক্য়ামিও নয়। একেবারে অন্য়তম প্রধান চরিত্রে। এই ছবি নিয়ে কুণাল ঘোষ বলছেন, 'এটা আমার প্রথম সিনেমা। এর সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। এর সঙ্গে প্রচুর তথ্য় আছে।'
১৯৯৭-এর ৩ সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গে তখন বাম সরকার। হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান, মনীষা মুখোপাধ্য়ায়। সকাল ৯টায় ভবানীপুর থেকে ট্য়াক্সিতে উঠেছিলেন। তারপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মনীষা মুখোপাধ্য়ায় রাজ্য় সিপিএমের এমন একটি শাখার সদস্য় ছিলেন, যাঁর দায়িত্বে ছিলেন অনিল বিশ্বাস। মণীষা মুখোপাধ্য়ায়ের অন্তর্ধান রহস্য় তৎকালীন রাজ্য় রাজনীতিতে ঝড় ফেলে। শোনা যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর ফাঁকা মার্কশিট। যার সূত্র ধরে উঠে আসে শিক্ষা দুর্নীতি, টাকার লেনদেন প্রসঙ্গও।
তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে যখন শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য় রাজনীতি উত্তাল, তৃণমূল সরকার প্রশ্নের মুখে, তখন বাম জমানার এমন একটা ঘটনা নিয়ে ছবি তৈরি হচ্ছে, যা সেই সময় শিক্ষা দুর্নীতির অভিযোগ উস্কে দিয়েছিল। দীপান্বিতা রায়ের লেখা উপন্য়াসের ভিত্তিতে এই ছবি তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল। ছবির পরিচালক অরিন্দম শীল বলছেন, 'একটা সময়কে ধরা হয়েছে। চরিত্র ও ঘটনা সবই কাল্পনিক। কলকাতা বিশ্ববিদ্য়ালয় দেখানো হবে। তাঁর বাড়ি থেকে মার্কশিট পাওয়া গেছিল, এটা সত্য়ি। সম্পূর্ণ পলিটিকাল থ্রিলার। এর সঙ্গে শিক্ষা দুর্নীতি জড়িয়ে। সেটাকে ঘিরে কী ঘটছে। অন্তর্ধানের পিছনে রাজনীতি আছে, সেটা দেখানো হবে।'























