Laal Singh Chaddha on Netflix: এবার ওটিটিতে হাজির 'লাল সিংহ চাড্ডা', কবে কোথায় দেখা যাবে?
Laal Singh Chaddha: বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রায় দুই মাস পর অনলাইনে আসছে 'লাল সিংহ চাড্ডা'। আমির খান, করিনা কপূর খান, নাগা চৈতন্য, মোনা সিংহ অভিনীত এই ছবি দেখা যাবে 'নেটফ্লিক্স'-এ।

নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্মে আসছে আমির খান (Aamir Khan), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত 'লাল সিংহ চাড্ডা' (Laal Singh Chaddha)। বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও এবার ওটিটিতে (OTT) কেমন ফল করে এই ছবি সেটাই দেখার। কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে, কবে থেকে কখন দেখা যাবে, রইল সমস্ত তথ্য।
ওটিটিতে 'লাল সিংহ চাড্ডা'
বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রায় দুই মাস পর অনলাইনে আসছে 'লাল সিংহ চাড্ডা'। আমির খান, করিনা কপূর খান, নাগা চৈতন্য, মোনা সিংহ অভিনীত এই ছবি দেখা যাবে 'নেটফ্লিক্স'-এ (Netflix)। বক্স অফিসে যদিও এই ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছিল।
এদিন নেটফ্লিক্স ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করে লেখা হয়, 'আপনাদের ফুচকা সাজিয়ে রাখুন, কারণ লাল সিংহ চাড্ডা এখন স্ট্রিম করছে!'
View this post on Instagram
চলতি বছরের ৫ অক্টোবর, নেটফ্লিক্সে হিন্দি, তেলুগু, তামিল, এই তিন ভাষায় দেখানো শুরু হয়েছে 'লাল সিংহ চাড্ডা'। প্রাথমিকভাবে দেশি এবং বিদেশী উভয় সমালোচকদের কাছ থেকে ভাল রিভিউ পেলেও, ছবিটি সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক ভাল করে গ্রহণ করেনি।
আরও পড়ুন: 'Haami 2' Trailer: 'মিষ্টি বন্ধুত্বের গল্প' নিয়ে আসছে 'হামি ২', প্রকাশ্যে মিউজিক্যাল ট্রেলার
'লাল সিংহ চাড্ডা' আসলে টম হ্যাঙ্কসের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত ছবি 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। আসল ছবি দুর্দান্ত সফল হলেও এই ভারতীয় সংস্করণকে বিশেষ ভাল করে গ্রহণ করেনি ভারতীয় দর্শকই। এবার ওটিটিতে কেমন দর্শক পায় এই ছবি সেটাই দেখার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
