Bollywood Movie Updates: অগ্রিম বুকিংয়েই কত টাকার ব্যবসা করল আমির-অক্ষয়ের ছবি?
মুক্তির আগে অগ্রিম বুকিংয়েই কত টাকার ব্যবসা করল দুই তারকার ছবি?
মুম্বই: আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। তারইসঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি 'রক্ষা বন্ধন' (Raksha Bandhan)। বলিউডের দুই সুপারস্টারের ছবি মুক্তি পাবে একইদিনে। তাই ব্যবসায় যে কিছুটা প্রভাব পড়বে, তা খুবই স্বাভাবিক। সম্প্রতি ট্রেড অ্যানালিস্টদের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশিত হয়েছে। যেখানে জানান হচ্ছে, মুক্তির আগে অগ্রিম বুকিংয়েই কত টাকার ব্যবসা করল দুই তারকার ছবি।
অগ্রিম বুকিংয়ে কত টাকার ব্যবসা করল 'লাল সিং চাড্ডা' এবং 'রক্ষা বন্ধন'?
সম্প্রতি বক্স অফিস ইন্ডিয়ার পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যে তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আমির খানের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ৮ কোটি টাকা। অন্যদিকে, অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ৩ কোটি টাকা। একইদিনে বলিউডের দুই সুপারস্টারের ছবি মুক্তি পাওয়াকে কেন্দ্র করে কম বিতর্ক দেখা দেয়নি। প্রশ্ন ওঠে আমির খান ও অক্ষয় কুমারের মধ্যের সম্পর্ক নিয়েও।
প্রসঙ্গত, চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান। তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পাওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু নানা কারণে বার বার এই ছবির মুক্তির দিন পিছিয়ে যায়। কখনও করোনা পরিস্থিতি কখনও অন্য কোনও কারণে মুক্তি পিছিয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে জানান হয় যে, সঠিক সময়ে শ্যুটিং শেষ করতে না পারার জন্যই এত দেরি হচ্ছে মুক্তির। 'লাল সিং চাড্ডা' ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিংহ। এছাড়াও 'লাল সিং চাড্ডা' দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হচ্ছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর।
আরও পড়ুন - Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর
অন্যদিকে, চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। তাঁর আগের দুটি ছবি বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। চলতি বছর মুক্তি পাওয়া তাঁর 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' কার্যত মুখ থুবড়ে পড়েছে বক্স অফিস কালেকশনে। তাই 'রক্ষা বন্ধন' ছবিটিকে ঘিরে আশায় বুক বেঁধেছেন অভিনেতা। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে।