Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
![Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর Get to know top Entertainment news for the day which you can't miss, know in details Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/4af484829e5b004893d2706a8e66e62e1659894695_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য জানেন কত টাকা নেন আলিয়া?
আলিয়া ভট্টের জনপ্রিয়তা কতটা, সে সম্পর্কে বলাই বাহুল্য। চলতি বছর তাঁর যে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, তার প্রত্যেকটিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। পাশাপাশি, চলতি বছরই প্রথম হলিউড ছবির কাজ শুরু করেছেন তিনি। এর ফলে, আলিয়া ভট্টের ব্র্যান্ড ভ্যালু (Alia Bhatt Brand Value) বেড়ে গিয়েছে আরও অনেকটা। সম্প্রতি বেশ কিছু সূত্রে আলিয়া ভট্টের সোশ্যাল মিডিয়া পোস্ট পিছু টাকা নেওয়ার অঙ্ক দেওয়া হয়েছে। যে তথ্য থেকে জানা যাচ্ছে যে, একটা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন অথবা পোস্ট করার জন্য ৮৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা নেন তিনি।
অনুষ্কা শর্মার শরীরচর্চার ছবিতে মজে নেট দুনিয়া-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেলফি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। হলুদ রঙের ক্রপ টপ ও যোগা প্যান্টে মেদহীন চেহারার ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, 'পরিশ্রম করলাম আর তা দেখালাম না, তাহলে কী পরিশ্রম করলাম।' অনুষ্কা শর্মার 'চাকদা এক্সপ্রেস' পরিচালনা করছেন প্রসিত রায়। কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অনুষ্কাকে। এটি তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে।
আরও পড়ুন - Annu Kapoor: আমির খানকে নিয়ে এ কী মন্তব্য করলেন অন্নু কপূর!
হাসপাতালে ভর্তি উরফি জাভেদ-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোট পর্দার অভিনেত্রী এবং ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ ছবি পোস্ট করেছেন। তবে, এবার আর অদ্ভূত কোনও পোশাক পরে ছবি দেননি। বরং, তিনি অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। সেখান থেকেই ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অনুরাগীদের। যে ছবি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে হাসপাতালে বিছানায় বসে খাবার খাচ্ছেন তিনি। তাঁর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে, হাসপাতালের খাবার এবং ওষুধ তাঁর একেবারেই ভালো লাগছে না। ছবি পোস্ট করে উরফি লিখেছেন, 'এখানে আসার পর আমার হাতে অনেক সময়। আমি আমার শরীরের যত্ন একেবারেই নিইনি। হ্যাঁ, এটাই ঘটেছে। তাই এমনটা হল।'
এই বিশেষ কারণে 'কফি উইথ করণ'-এ আমন্ত্রিত নন তাপসী পান্নু!-
সম্প্রতি 'দোবারা' ছবির প্রচারে এসেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নু। সেখানেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে কেন তাঁদের দেখা যাচ্ছে না 'কফি উইথ করণ'-এ। মুখের মতো জবাব দেন তাপসী। সটান জানিয়ে দেন যে, তাঁর যৌন জীবন ততটাও আকর্ষণের নয় বলেই তাঁকে 'কফি উইথ করণ'-এ আমন্ত্রণ জানান হয়নি। অভিনেত্রীর উত্তরে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়।
আমির খানকে নিয়ে এ কী মন্তব্য করলেন অন্নু কপূর!-
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের শোয়ের প্রচারে আসেন অন্নু কপূর। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় আমির খানের আগামী ছবি 'লাল সিং চাড্ডা' প্রসঙ্গে। সেই প্রশ্নের মাঝেই অন্নু কপূর মন্তব্য করেন, 'কে সে?' এরপর যখন অভিনেতাকে বলা হয় যে, সেটি আমির খানের ছবি। তখন তিনি বলেন, 'সেটা আবার কী? আমি সিনেমা দেখি না। আমি জানি না।' অন্নু কপূরের এই মন্তব্যের মাঝেই তাঁর ম্যানেজার 'নো কমেন্টস' বলেন। কিন্তু ফের অন্নু কপূর বলেন যে, 'নো কমেন্টস নয়। আমি কোনও ছবিই দেখি না। না আমার। না অন্য কারও। আমি সত্যিই জানি না এটা কোন ছবি বা কী। তাহলে আমি কীকরে বলব কে 'লাল সিং চাড্ডা'। আমার কোনও ধারণাই নেই।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)