Laapata Ladies: মিলল সুখবর! অস্কার ২০২৫-এর মনোনয়নে ভারত থেকে পৌঁছল 'লাপতা লেডিজ'
'Laapata Ladies' Oscar 2025 Entry: ২০২৫ সালের 'ফরেন ফিল্ম' বিভাগে ভারত থেকে যাওয়া ১২টি হিন্দি ছবি, ৬টি তামিল ছবি, ৪টি মলয়ালি ছবির অন্যতম 'লাপতা লেডিজ'। এই বছরে জুরি সদস্যের সংখ্যা ছিল ১৩।
নয়াদিল্লি: ২০২৫ সালের অস্কারে (Oscars 2025) ভারতের জনপ্রিয় ছবি 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) নিজের মনোনয়ন পাকা করে ফেলল। সোমবার 'ফিল্ম ফেডারেশন'-এর (Film Federation) তরফে ঘোষণা করা হয়েছে। অস্কারের 'ফরেন ফিল্ম' বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের (Kiran Rao) 'লাপতা লেডিজ'। ভারতীয় ফিল্ম ফেডারেশনের চেয়ারম্যান এই সুখবর দেন।
অস্কারের মনোনয়নে পৌঁছল 'লাপতা লেডিজ', সুখবর দিল ফিল্ম ফেডারেশন
বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' বা যা সকলের কাছে 'অস্কার' বলে বেশি পরিচিত। ২০২৫ সালের 'ফরেন ফিল্ম' বিভাগে ভারত থেকে যাওয়া ১২টি হিন্দি ছবি, ৬টি তামিল ছবি, ৪টি মলয়ালি ছবির অন্যতম 'লাপতা লেডিজ'। এই বছরে জুরি সদস্যের সংখ্যা ছিল ১৩। এই ছবি 'অ্যানিম্যাল', 'কিল', 'কলকি ২৮৯৮ এডি', 'শ্রীকান্ত', 'চন্দু চ্যাম্পিয়ন', 'জোরাম', 'ময়দান', 'স্যাম বাহাদুর', 'আর্টিকল ৩৭০'-এর মতো ২৯টি ছবির সঙ্গে লড়াই করেছে। তালিকায় এই বছর জাতীয় পুরস্কারজয়ী মলয়ালি ছবি 'অট্টম'ও ছিল। এছাড়াও তালিকায় ছিল কান-জয়ী পায়েল কপাডিয়ার 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট'।
কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' ছবির প্রযোজক কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপাণ্ডে। অভিনয়ে এক ঝাঁক নতুন, টাটকা মুখ। নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় এই ছবিকে, এর সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া গল্পকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কিরণ রাও।
View this post on Instagram
আরও পড়ুন: Manoj Mitra Hospitalised: গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের ওপর ভিত্তি করে তৈরি 'লাপতা লেডিজ'। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেসাই। সংলাপে সহযোগিতা করেছেন দিব্যানিধি শর্মা। গত বছর 'টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ বিশেষ প্রদর্শনী হয় 'লাপতা লেডিজ' ছবির। ১ মার্চ, ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমালোচক ও দর্শকদের দ্বারা প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি এই ছবি। কিন্তু 'লাপতা লেডিজ' বিদ্যুৎ গতিতে জনপ্রিয়তা লাভ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর। উপচে পড়া প্রশংসায় নতুন করে ভাসেন ছবির গোটা টিম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।