Laapataa Ladies: ১৬ বছর বয়সেই নয়া পালক 'ফুল'-এর মুকুটে, কী রেকর্ড গড়লেন অভিনেত্রী নিতাংশি ?
Laapataa Ladies actress Nitanshi Goel: মাত্র ১৬ বছর বয়সেই মুকুটে জুড়ে গেল নয়া পালক। নিতাংশিই এখন এই ব্রেকআউট স্টার অভিধা পাওয়া সর্বকনিষ্ঠ অভিনেত্রী। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে এই সংবাদ জানান তিনি।
Nitanshi Goel: কিরণ রাওয়ের পরিচালনায় 'লাপাতা লেডিজ' (Laapataa Ladies) ছবিতে মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী নিতাংশি গোয়েল (Nitanshi Goel)। আর এই ছবিতে 'ফুল'-এর চরিত্রে অভিনয় করে IMDb-র রেটিংয়ে ব্রেকআউট স্টার অভিধায় ভূষিত হয়েছেন নিতাংশি। মাত্র ১৬ বছর বয়সেই মুকুটে জুড়ে গেল নয়া পালক। নিতাংশিই এখন এই ব্রেকআউট স্টার অভিধা পাওয়া সর্বকনিষ্ঠ অভিনেত্রী। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই সুসংবাদ জানান তিনি।
এদিন ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লেখেন যে, আমি এইমাত্র জানতে পেরেছি যে IMDb ব্রেকআউট স্টারমিটার পুরস্কারের জন্য আমি বিশ্বের সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে ভূষিত হয়েছি। 'লাপাতা লেডিজ' (Laapataa Ladies) ছবিতে অভিনয়ের জন্য এটাই আমার সর্বপ্রথম পাওয়া পুরস্কার। সুতরাং এটি সত্যিই আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। একটি ভিডিয়োতে ইনস্টাগ্রামে একথাই জানান নিতাংশি গোয়েল।
এর আগে আইএমডিবির ব্রেকআউট পুরস্কারে ভূষিত হয়েছেন মেধা শঙ্কর, ভুবন অরোরা, অঙ্গিরা ধর, আদর্শ গৌরব, অ্যাশলে পার্ক, নাতাশা ভরদ্বাজ, রেজ জিয়ান পেজ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। মূলত যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আইএমডিবি সার্চে তাঁদের নজরকাড়া অভিনয় ও পারফরম্যান্সের মধ্য দিয়ে উঠে আসেন, তাদেরকে আইএমডিবি ব্রেকআউট স্টার স্টারমিটার পুরস্কারে ভূষিত করা হয়। কিরণ রাওয়ের পরিচালিত 'লাপাতা লেডিজ' বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে এবং সেরা ভারতীয় ছবির তালিকায় IMDb-তে ২৫তম স্থান অধিকার করেছে। আইএমডিবির রেটিং পেয়েছে এই ছবি ১০-এ ৮.৫।
ভিড়ে ঠাসা একটা ট্রেনে দুই গ্রাম্য বধূর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কাহিনি এই 'লাপাতা লেডিজ'। এই ছবিতে নিতাংশি গোয়েল (Nitanshi Goel) ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রত্ন, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিষণ প্রমুখরা। ১ মার্চ এই ছবি মুক্তি পায় এবং এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই ছবির।
মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। 'নাগার্জুনা: এক যোদ্ধা', 'কর্মফল দাতা শনি', 'ইশকবাজ', 'দয়া', 'পেশওয়া বাজিরাও' ইত্যাদিক একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টেলিভিশন ধারাবাহিক ছাড়াও 'এস এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ইন্দু সরকার', 'হুরদং'-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। কিছুদিন আগেই মেটগালা ২০২৪-এর রেড কার্পেটে অবিকল ফুলকুমারীর সাজেই ধরা দিয়েছিলেন তিনি। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Payel-Anirban: 'তালমার রোমিও-জুলিয়েট'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় পায়েল, থাকছেন অনির্বাণও?