Lata Mangeshkar Health Update: কেমন আছেন আজ লতা মঙ্গেশকর?
Lata Mangeshkar Health Update : আইসিইউতে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে শিল্পীর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সুরসম্রাজ্ঞী, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ
মুম্বই : শনিবার ফের একবার ভেন্টিলেশনে দেওয়ার পর থেকেই উৎকণ্ঠা বাড়ছে লতা মঙ্গেশকের (Lata Mangeshkar) শারীরিক অবস্থা নিয়ে। তাঁর অবস্থা জানতে ছুটে এসেছিলেন বোন আশা ভোঁসলে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সহ আরও অনেকে। রবিবার সকালে ব্রিজ ক্যান্ডি হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। চিকিৎসক মহল জানাচ্ছেন, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। হঠাৎ পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার তাঁকে দেওয়া হয় ভেন্টিলেশনে। জানা গিয়েছে, আইসিইউতে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে শিল্পীর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সুরসম্রাজ্ঞী, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রায় ১ মাস ধরে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি সুর সম্রাজ্ঞী। শনিবার বিকেলে হঠাৎই শারীরিক পরিস্থিতি খারাপ হয় কিংবদন্তী সঙ্গীতশিল্পীর। গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ICU-তে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে লতার। চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে । ৫ বিশেষজ্ঞ চিকিৎসক সর্বক্ষণ কালজয়ী গায়িকার স্বাস্থ্যের ওপর নজর রাখছেন। নবতিপর সঙ্গীতশিল্পীর অসুস্থতার দেশজুড়ে বাড়ছে উদ্বেগ।
অনুরাগীদের ভিড় বাড়ছে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের (Breach Candy Hospital) বাইরে। সঙ্কটজনক দিদি। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান ভোন আশা ভোঁসলে ( Asha Bhosle ) । কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Union Minister Piyush Goyal ) থেকে রাজ ঠাকরে, সুপ্রিয়া সুলে। একের পর এক রাজনীতিবিদও পৌঁছে যান ব্রিচ ক্যান্ডিতে। লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরও।
"Singer Lata Mangeshkar continues to be in ICU & is under my supervision: Dr Pratit Samdani, who is treating her at Mumbai's Breach Candy Hospital
— ANI (@ANI) February 6, 2022
For the last 29 days, singer Lata Mangeshkar has been admitted to Breach Candy Hospital in Mumbai
(file photo) pic.twitter.com/LE8OFdlWHS
আরও পড়ুন :