Asha Bhosle meet Lata Mangeshkar: সঙ্কটজনক অবস্থায় লতা, দিদিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন আশা
Asha Bhosle meet Lata Mangeshkar at Mumbai hospital: এদিন দিদি লতাকে হাসপাতালে দেখে বাইরে এসে সাংবাদিকদের আশা ভোঁসলে জানান যে সুরসম্রাজ্ঞী এখন স্থিতিশীল রয়েছেন, এমনটাই তাঁকে জানিয়েছেন চিকিৎসকরা।
মুম্বই: লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন বোন আশা ভোঁসলে। আশা ভোঁসলে ছাড়াও, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরেকেও লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান। এর আগে, এমএনএস প্রধান রাজ ঠাকরেও হাসপাতালে লতা মঙ্গেশকরকে দেখতে ছুটে গিয়েছিলেন বলে জানা গেছে।
এদিন দিদি লতাকে হাসপাতালে দেখে বাইরে এসে সাংবাদিকদের আশা ভোঁসলে জানান যে সুরসম্রাজ্ঞী এখন স্থিতিশীল রয়েছেন, এমনটাই তাঁকে জানিয়েছেন চিকিৎসকরা।
সূত্রের খবর, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। আপাতত আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছে লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন লতা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর, জানিয়েছেন হাসপাতাল সূত্র। চিকিৎসকরা বলছেন স্থিতিশীল, জানালেন আশা ভোঁসলে। অন্যদিকে, লতাকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। লতাকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন মধুর ভান্ডারকর।
স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি এখনও আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন আপাতত। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে এমনটাই জানাচ্ছেন ডাক্তার প্রতীত সামদানি। গত ২৭ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন লতা। শিল্পীর স্বাস্থ্যের দিকে কড়া নজর চিকিৎসকদের।
করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছে আইসিইউ-তে।
লতা মঙ্গেশকরের বয়স ৯২ বছর। এত বয়সের কারণে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেরে উঠতে সময় লাগছে গায়িকার, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।