Happy Birthday Lata Mangeshkar: জন্মদিনে মুক্তি পাচ্ছে ২৬ বছর আগের রেকর্ড করা গান, লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা নেটিজেনদের
Happy Birthday Lata Mangeshkar: আজ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মদিন। ট্যুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুম্বই: প্রায় দুই দশকেরও আগে রেকর্ড করা গান মুক্তি পাচ্ছে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিনের দিন। চিত্র পরিচালক, সুরকার বিশাল ভরদ্বাজ ও বর্ষীয়ান গীতিকার গুলজার এমনটাই ঘোষণা করেন। বিশাল ভরদ্বাজ ও গুলজারের যৌথ উদ্যোগে তৈরি গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। আজ মঙ্গলবার, তাঁর জন্মদিনেই মুক্তি পাচ্ছে সেই গান।
গানটির নাম, 'ঠিক নহি লগতা'। তৈরি হয়েছিল ২৬ বছর আগে একটি সিনেমার জন্য। কিন্তু নানা কারণে তা মুক্তি পায়নি সেই সময়ে।
এবার গানটি মুক্তি পাচ্ছে বিশাল ভরদ্বাজের লেবেল ভিবি মিউজিক ও শর্ট ভিডিও অ্যাপ 'মোজ'-এর যৌথ উদ্যোগে। মুক্তির দিন, ২৮ সেপ্টেম্বর, ২০২১, লতা মঙ্গেশকরের ৯২তম জন্মদিবসে।
বিশাল ভরদ্বাজের কথায়, 'আমি এই বিশেষ গানটির জন্য প্রচণ্ডই উত্তেজিত। লতা মঙ্গেশকর জি-র প্রতি এটা আমার শ্রদ্ধার্ঘ্য। গানটি ২৬ বছর আগে রেকর্ড করা হয়েছিল একটি ছবির জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি মুক্তি পায়নি এবং গানটিও হারিয়ে যায়। আমি রীতিমত ট্রেজার হান্ট করে ওঁর গলাটা খুঁজে পেয়েছি।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি পোস্ট করেছেন বিশাল ভরদ্বাজ।
আজ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মদিন। ট্যুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Birthday greetings to respected Lata Didi. Her melodious voice reverberates across the world. She is respected for her humility & passion towards Indian culture. Personally, her blessings are a source of great strength. I pray for Lata Didi’s long & healthy life. @mangeshkarlata
— Narendra Modi (@narendramodi) September 28, 2021
সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: Durga Puja 2021 Exclusive: ম্যানেক্যুইনের পিছনে লুকিয়ে কাকার হাত থেকে বেঁচেছিলাম: অদ্রিজা