Lata Mangeshkar Demise: কোকিলকণ্ঠী আপনাকে মিস করব: সলমন খান
শেষ রক্ষা হল না প্রকৃতির নিয়মে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হল কোকিলকণ্ঠীকে।বিনোদনের জগত থেকে খেলার জগত। রাজনীতির ব্যক্তিত্বরা থেকে আম জনতা। লতা মঙ্গেশকরের প্রয়াণে ভারাক্রান্ত মন আপামর ভারতবাসীর
মুম্বই: দেশ বিদেশের অগণিত অনুরাগীরা এখনও ভাবতে পারছেন না যে কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। শোকাহত সাধারণ মানুষ থেকে সব মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না প্রকৃতির নিয়মে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হল কোকিলকণ্ঠীকে। বিনোদনের জগত থেকে খেলার জগত। রাজনীতির ব্যক্তিত্বরা থেকে আম জনতা। লতা মঙ্গেশকরের প্রয়াণে ভারাক্রান্ত মন আপামর ভারতবাসীর। শুধু দেশের মানুষের মন খারাপ, এটা বললে ভুল হবে। মন খারাপ আমাদের প্রতিবেশী দেশগুলিরও। সেখানকার রাষ্ট্রনেতারাও লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
এদিন মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। সেখানে গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে যান যেমন রাজনৈতিক ব্যক্তিত্বরা। শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহরুখ খান থেকে আমির খান, রণবীর কপূরেরা। পাশাপাশি নেট দুনিয়া ছেয়ে গিয়েছে কোকিলকণ্ঠীকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনে। এদিন সলমন খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লতা মঙ্গেশকরের সঙ্গে একটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন। সলমন খানের (Salman Khan) পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানে সুর সম্রাজ্ঞীর পাশে দাঁড়িয়ে রয়েছেন ভাইজান। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'কোকিলকণ্ঠী আপনাকে মিস করব। আপনার গাওয়া গানগুলি আমাদের মধ্যে বেঁচে থাকবে চিরকাল।'
গতকাল লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। আশা ভোঁসলে ছাড়াও, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরেকেও লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান। এর আগে, এমএনএস প্রধান রাজ ঠাকরেও হাসপাতালে লতা মঙ্গেশকরকে দেখতে ছুটে গিয়েছিলেন বলে জানা গেছে। লতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। লতাকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান মধুর ভান্ডারকর। আজ সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর।