Asrani Death: প্রয়াত আসরানি, কিন্তু বর্ষীয়ান অভিনেতাকে ফের দেখা যেতে চলেছে বড়পর্দায়!
Asrani Last Film: 'ভূত বাংলা' এবং 'হেয়ওয়ান'- এই ২টি ছবিতে শেষবারের মতো অভিনয় করেছিলেন আসরানি

কলকাতা: বলিউড হারিয়েছে আরও এক মুখে হাসি আনার মানুষকে। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন, জনপ্রিয় অভিনেতা আসরানি (Asrani)। অসুস্থ থাকলেও, মৃত্যুর আগে পর্যন্তই কাজ করে গিয়েছেন আসরানি। কথায় বলে, মানুষ চলে গেলেও, তাঁর কাজ রয়ে যায়। আসরানির ক্ষেত্রেও যেন ফলে গেল ঠিক সেই কথাই। আসরানি চলে গিয়েছেন, কিন্তু রয়েছে তাঁর কাজ। অভিনেতা চলে যাওয়ার পরেও, মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ২টি ছবি।
'ভূত বাংলা' এবং 'হেয়ওয়ান'- এই ২টি ছবিতে শেষবারের মতো অভিনয় করেছিলেন আসরানি। সেই দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা আগামী বছর। দুটি ছবিই প্রিয়দর্শন পরিচালনা করেছেন, তিনি দীর্ঘদিন আসরানির সঙ্গে কাজ করেছেন। দুজনে একসঙ্গে অনেক সফল ছবিতে কাজ করেছেন, যেমন 'হেরা ফেরি' এবং 'ভাগম ভাগ'। আর এবার, আসরানির শেষ অভিনয় করা ২টি ছবি দেখা যাবে বড়পর্দায়।
জানা গিয়েছে, মৃত্যুর কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আসরানিকে। জুহুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকেরা বলেছিলেন, বর্ষীয়ান অভিনেতার ফুসফুসে জল জমে গিয়েছে। সেই কারণে তাঁর শরীরে বিভিন্ন সমস্যা হচ্ছে। অনেক চেষ্টা করেও আসরানিকে বাঁচানো যায়নি। মৃত্যু হয় তাঁর। তবে শেষবারের মতো জনপ্রিয় এই অভিনেতাকে ২টি ছবিতে পর্দায় দেখতে পাবেন অনুরাগীরা। আগামী বছর মুক্তি পাবে, এই সিদ্ধান্ত নেওয়া হলেও, সিনেমার মুক্তির সঠিক দিন এখনও ঠিক হয়নি।
আসরানির সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পরে, সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে বিলাপ করেছিলেন অভিনেতা। অক্ষয় কুমার একটি ছবি ফেসবুকে শেয়ার করে নিয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে, একটি স্কুটি চালাচ্ছেন আসরানি, মুখে হাসি। আর তাঁর পিছনেই বসে রয়েছেন অক্ষয় কুমার। কোনও একটা সিনেমার দৃশ্য। অক্ষয় কুমার লিখছেন, 'আসরানিজীর প্রয়াণে, আমি ভাষা হারিয়েছি। সদ্যই, এই ১ সপ্তাহ আগে Haiwaan ছবির শ্যুটিং সেটে আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। সবচেয়ে উষ্ণতা ছিল ওই জড়িয়ে ধরাটায়। বর্তমান সময়ে উনি একজন কিংবদন্তি ছিলেন তা বললে অত্যুক্তি হবে না। আমার সমস্ত হিট সিনেমা, 'হেরা ফেরি' থেকে শুরু কের 'ভাগম ভাগ', 'দে দনা দন', 'ওয়েলকাম', 'ভূত বাংলা' আর শেষকালে এই 'হাওয়ায়'.. ওঁর সঙ্গে কাজ করে কত কিছু যে শিখেছি। আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি হয়ে গেল। ঈশ্বর আপনাকে শান্তি দিন আসরানি স্যার.. আমাদের অগাধ হাসির কারণ দিয়েছিলেন আপনি।'






















