Leena Nagwanshi: ফের দুঃসংবাদ! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ঝুলন্ত দেহ উদ্ধার
Social Media Influencer's Death: নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। লীনা নাগবংশীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নয়াদিল্লি: একের পর এক দুঃসংবাদ। সদ্যই প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন তিনি (Tunisha Sharma Death)। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। আর এবার অস্বাভাবিক মৃত্যু হল এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের (Social Media Influencer)। ২২ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া তারকার নাম লীনা নাগবংশী (Leena Nagwanshi)। নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। লীনা নাগবংশীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অস্বাভাবিক মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের-
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চক্রধর নগর থানার সাব ইনস্পেক্টর ইঙ্গেশ্বর যাদব বলেন, 'রাইগড়ে নিজের বাড়িচে আত্মহত্যা করেছেন ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগবংশী। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'
Chhattisgarh | A 22-year-old social media influencer Leena Nagwanshi died by suicide by hanging herself in her home in Raigarh. The case is being investigated by Chakradhar Nagar PS area. The body has been sent for post-mortem: Ingeshwar Yadav, Sub Inspector Chakradhar Nagar PS pic.twitter.com/Bq62WitNQN
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 27, 2022">
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, লীনা নাগবংশীর মা বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি লীনাকে দেখতে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন। ছাদে খোঁজ করলে সেখানকার দরজা বন্ধ দেখেন। কিন্তু ঘরে খুঁজতেই ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
লীনা নাগবংশী। ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রাম রিল তৈরি করার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সম্প্রতি বড়দিনের উৎসবেই একাধিক ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে উৎসব উদযাপন করতে এবং পুতুল নিয়ে খেলতে দেখা যায়।
">
">