Liam Payne: মর্মান্তিক পরিণতি One Direction তারকা লিয়াম পেনের, হোটেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু
Liam Payne Death: নেশাগ্রস্ত অবস্থায় তিনি ব্যালকনি থেকে পড়ে গিয়ে থাকবেন বলে তদন্তে উঠে এসেছে।
![Liam Payne: মর্মান্তিক পরিণতি One Direction তারকা লিয়াম পেনের, হোটেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু liam payne former one direction member passes away at 31 after falling from balcony Liam Payne: মর্মান্তিক পরিণতি One Direction তারকা লিয়াম পেনের, হোটেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/17/a721ebc808d0c2eaefef0a84565caeca1729155789382338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিয়াম পেন প্রয়াত। আর্জেন্টিনার বুয়েনোস এরিজের হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে লিয়ামের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মাত্র ৩১ বছর বয়স হয়েছিল লিয়ামের। নেশাগ্রস্ত অবস্থায় তিনি ব্যালকনি থেকে পড়ে গিয়ে থাকবেন বলে তদন্তে উঠে এসেছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রিয় তারকা-শিল্পীর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েছেন অনুরাগীরা। (Liam Payne)
জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর প্রেমিকা কেট ক্যাসিডির সঙ্গে আর্জেন্টিনা পৌঁছন লিয়াম। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় পর পর ছবিও আপলোড করেন তিনি। ১৪ অক্টোবর আর্জেন্টিনা ছাড়েন কেট। লিয়াম আরও কিছু দিনের জন্য় থেকে যান। CasaSur Palermo হোটেলে ছিলেন তিনি। বুধবার সেখান থেকে পুলিশের কাছে ফোন যায়। আগ্রাসী এক যুবক হোটেলে ঝামেলা করছেন বলে জানানো হয়। (Liam Payne Death)
বুধবার সন্ধেয় ওই সময় হোটেলে যাঁরা ছিলেন, তাঁরা ঘটনার বিবরণ দিয়েছেন। জানিয়েছেন, হোটেলের তিন তলার ঘরে ছিলেন লিয়াম। ওই ঘরের ব্যালকনি থেকেই পড়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনা আসলে দুর্ঘটনা, না কি লিয়াম নিজেই ব্যালকনি থেকে লাফ দেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৫টার কিছু পর এই ঘটনা ঘটে। তার আগে হোটেলের লবিতে অদ্ভুত আচরণ করছিলেন লিয়াম। নিজের ল্যাপটপটিও আছাড় মেরে ভেঙে ফেলেন তিনি। ধরেবেঁধে হোটেলের ঘরে নিয়ে যেতে হয় তাঁকে।
মাত্র ১৬ বছর বয়সে One Direction ব্যান্ডে যোগদান করেন লিয়াম। The X Factor রিয়্যালিটি শো-র দৌলতেই যাত্রা শুরু হয় তাঁদের। সেই সময় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় 'বয়ব্যান্ডে' পরিণত হয় One Direction. লিয়াম, হ্যারি স্টাইলস, জেন মালিক, নায়াল হোরান, লুই টমলিনসন ব্যান্ডের সদস্য ছিলেন। লিয়াম গান লিখতেন ব্যান্ডের হয়ে। ২০১৫ সালে ব্য়ান্ডটি ভেঙে যায়। তার পর থেকে সকলে একক ভাবে কাজ করতে শুরু করেন।
One Direction ভেঙে যাওয়ার পর থেকেই বার বার খবরের শিরোনামে উঠে আসেন লিয়াম। তাঁর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। ২০২১ সালে নিজেও সেই নিয়ে মুখ খোলেন লিয়াম। জানান, মদ্যপান এবং মাদাকাসক্তিতে ভুগছেন তিনি। এমনকি আত্মহত্যার কথাও তাঁর মাথায় এসেছিল বলে জানান লিয়াম। সম্প্রতি ফের বিতর্কে জড়ান লিয়াম। তাঁর প্রাক্তন প্রেমিকা মায়া হেনরি সংবাদমাধ্যমে মুখ খোলেন। জানান, তাঁকে গর্ভপাত করানের কথা বলে গায়েব হয়ে যান লিয়াম। লিয়ামের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকাকালীন বিস্তর ঝড়ঝাপটা পোহাতে হয়েছে বলেও জানান মায়া। সেই নিয়ে বইও লিখেছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)