এক্সপ্লোর
নেট দুনিয়ায় ভাইরাল মেয়ের সঙ্গে শাহিদের সেলফি

মুম্বই: রবিবার বিকেলটা দিব্যি কাটালেন শাহিদ কপূর। মেয়ে মিশার সঙ্গে সেলফি সিজন দারুণ কাটল তাঁর। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহিদ, মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন মিশা-শাহিদের ছবি। [embed]https://www.instagram.com/p/BbY2-AvAeuA/[/embed] গত সপ্তাহেই মা মীরা রাজপুতের সঙ্গে ১ বছরের মিশার একটি ছবি দারুণ জনপ্রিয় হয়। মীরা বোধহয় সেলফি তুলছিলেন। হামাগুড়ি দিয়ে মেয়েকে আসতে দেখে তাকে ছবিতে জায়গা দিতে তিনি নিজে প্রায় সবটাই বাদ পড়েছেন! দেখুন সেই ছবিটি [embed]https://www.instagram.com/p/BbMoP8oFd3G/[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















