Lokkhi Chele OTT Release: ওটিটিতে 'লক্ষ্মী ছেলে', কৌশিক বলছেন, 'বলিউডের দাপটে আঞ্চলিক ছবি বড়পর্দায় দেখানো কঠিন হয়ে যাচ্ছে'
Lokkhi Chele OTT Release Date: এই ছবির ওটিটি মুক্তি নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পরিচালক। কৌশিক বলছেন, 'লক্ষ্মীছেলে মুক্তির সদ্য ১ বছর পূর্ণ হয়েছে। এটা হচ্ছে সেরা জন্মদিনের উপহার'
কলকাতা: এই ছবি মুক্তির বছর ঘুরেছে। আর সেই ছবির জন্মদিনেই যেন সুখবর পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের জন্য। দর্শকদের মধ্যে এই ছবির ভাবনা, অভিনয় সবই বেশ গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছিল। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও বাবুল সুপ্রিয় (Babul Supriyo) অভিনীত ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। ৮ সেপ্টেম্বর সোনি লিভ (Sony Liv)-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।
২০২২ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজিত এই ছবি মুক্তি পেয়েছিল গতবছর অগাস্ট মাসই। অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ধর্মকে অপব্যবহারের এক কঠিন বাস্তবের ছবি তুলে ধরা হয়েছিল এই ছবিতে। দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল এটি। শুধু তাই নয়, টলিউড পেয়েছিল এক নতুন নায়ককে। কৌশিক-পুত্র উজান। এটি তাঁর দ্বিতীয় ছবি। পাভেলের পরিচালিত ছবি দিয়ে রুপোলি পর্দায় পা রেখেছিলেন তিনি। লক্ষ্মী ছেলে উজানের অভিনীত দ্বিতীয় ছবি।
এই ছবির ওটিটি মুক্তি নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পরিচালক। কৌশিক বলছেন, 'লক্ষ্মীছেলে মুক্তির সদ্য ১ বছর পূর্ণ হয়েছে। এটা হচ্ছে সেরা জন্মদিনের উপহার। এই ছবি যেখানে বাঙালিরা থাকেন, অনেক প্রদেশেই দেখানো হয়েছে, প্রশংসিতও হয়েছে। তবে জাতীয় পরিসরের দর্শক এখনও দেখতে পাননি, এবার সেটা পাবেন। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক ছবির প্রদর্শন খুব কঠিন হয়ে গিয়েছে। বলিউডের ছবি মুক্তি পেলে, হাউজফুল থাকা সত্ত্বেও আঞ্চলিক ছবি স্ক্রিন পায় না। সেই জায়গা থেকে অনেক সময় জাতীয় স্তরের বাঙালিরা আমাদের কাজ দেখা থেকে বঞ্চিত হয়। অন্যদিকে, আমরা যেমন অন্যান্য আঞ্চলিক ভাষার ছবি দেখি, ঠিক তেমনই লক্ষ্মী ছেলের মতো ছবি সর্বভারতীয় স্তরের দর্শকদের দেখা উচিত। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লক্ষ্মী ছেলে-র মতো একটি ছবি জাতীয় স্তরের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে, এতে আমি ভীষণ খুশি। আমাদের অনেক সামাজিক সংকটের মধ্যে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ সংকটের কথা বলে লক্ষ্মী ছেলে। কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী... সবাই এই ছবিটির সঙ্গে নিজেদের জীবনকে মিলিয়ে ফেলতে পারবেন। সমস্ত মানুষই এই ছবিটা দেখলে বুঝবেন, এই গল্প তাঁদের পাড়ার, তাঁদেরই বাড়ির। যেন নিজেদের ছেলেমেয়ের গল্প।'
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: রাখির দিনে ১১ বছরের বন্ধুত্ব-যাপন কাঞ্চন-শ্রীময়ীর, ছবি শেয়ার করতেই ধেয়ে এল কটাক্ষ