Kanchan-Sreemoyee: রাখির দিনে ১১ বছরের বন্ধুত্ব-যাপন কাঞ্চন-শ্রীময়ীর, ছবি শেয়ার করতেই ধেয়ে এল কটাক্ষ
Kanchan-Sreemoyee Social Post: একসময় কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী পিঙ্কি চট্টোপাধ্যায়। এখন কাঞ্চন ও পিঙ্কির বিচ্ছেদের সম্পর্ক আদালতে বিচারাধীন
কলকাতা: আজ রাখি.. ভাই-বোনের স্নেহের সম্পর্কের বন্ধনের দিন। কিন্তু আজকের দিনে বন্ধুত্বের জন্মদিন উদযাপন করলেন এক অভিনেতা অভিনেত্রী। যাঁদের সম্পর্ক নিয়ে একসময় তোলপাড় হয়েছিল টলিউড থেকে শুরু করে রাজনৈতিক জগৎ, সেই বিধায়ক-অভিনেতাকেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানালেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সঙ্গে ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
একসময় কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী পিঙ্কি চট্টোপাধ্যায়। এখন কাঞ্চন ও পিঙ্কির বিচ্ছেদের সম্পর্ক আদালতে বিচারাধীন। অন্যদিকে, শ্রীময়ী একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন, কাঞ্চন তাঁর দাদা ও শিক্ষকের মতোই। কখনোই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। তবে হামেশাই একসঙ্গে দেখা যায় তাঁদের। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে দেখা যায় তাঁদের।
আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। একটি পুরনো ও একটি সাম্প্রতিক। শ্রীময়ী লিখেছেন, '২০১২-২০২৩, আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ। এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই, আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। বন্ধন হোক মানবিকতার, ঐক্য হোক অটুট। সবাইকে রাখিবন্ধনের অনেক শুভেচ্ছা।'
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রথম ছবিতে কাঞ্চনের কাঁধে হাত দিয়ে হাসছেন শ্রীময়ী। অন্যদিকে, অপর সাম্প্রতিক ছবিতে কাঞ্চনের গলা জড়িয়ে ধরে রয়েছেন শ্রীময়ী। তবে বন্ধুত্বের কথা ও রাখির শুভেচ্ছা জানালেও, কটাক্ষের হাত থেকে রেহাই পেলেন না কাঞ্চন ও শ্রীময়ী। অনেকে লিখলেন, 'ভাল সংসার নষ্ট না করে, তোমার বন্ধুকে রাখি পরাও।' অনেকে লিখেছেন, 'বন্ধু কেন বলছো.. বলো তোমাদের সম্পর্কের বর্ষপূর্তি। লজ্জা দিও না।' তবে এই সমস্ত মন্তব্যের কোনও জবাব দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই।
View this post on Instagram
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কাঞ্চনের নতুন ছবি 'টেনিদা'। বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি। পুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি রক্তবীজ (Roktobeej)। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাঞ্চন।
আরও পড়ুন: Swastika Mukherjee: স্বস্তিকার হাতে ফুলের রাখি, বললেন এক অন্যরকম সম্পর্কের গল্প