Kangana Ranaut: 'এই জয় সনাতনের', প্রথমবারেই সাফল্য ভোট ময়দানে, নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিলেন কঙ্গনা
Loksabha Election 2024: প্রায় ৭০ হাজারেরও বেশি ভোটে প্রতিপক্ষকে হারিয়ে মান্ডি থেকে জয়ী হয়েছেন বিজেপির তারকা প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই প্রথম ভোটে লড়লেন তিনি। ধন্যবাদ জানালেন মোদিকে।
নয়াদিল্লি: প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল (Loksabha Election Results 2024)। দেশের সরকার গঠন করবে কারা তা সময় বলবে, তবে রাজনীতির ময়দানে পা রেখেই ছক্কা হাঁকালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। হিমাচল প্রদেশের মান্ডি (Mandi) লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী এবং প্রথমবারেই সফল। ফলাফলের পর সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন পদ্মশিবিরের (BJP) তারকা প্রার্থী। কৃতজ্ঞতা জানান নরেন্দ্র মোদিকে (Narendra Modi)।
জয়ের কৃতিত্ব নরেন্দ্র মোদিকে দিয়ে পোস্ট বিজেপির জয়ী তারকা প্রার্থী কঙ্গনা রানাউতের
প্রায় ৭০ হাজারেরও বেশি ভোটে প্রতিপক্ষকে হারিয়ে মান্ডি থেকে জয় লাভ করেছেন বিজেপির তারকা প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই প্রথম ভোটে লড়লেন তিনি। প্রথমবারেই ভোটে জয় লাভ করে নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'মান্ডির সকল বাসিন্দাদের সমর্থনের জন্য, এই ভালবাসা ও বিশ্বাসের জন্য আমার হৃদয় ভরা কৃতজ্ঞতা। এই জয় আপনাদের সকলের, এই জয় প্রধানমন্ত্রী মোদিজী ও বিজেপির ওপর আস্থার জয়, এই জয় সনাতনের, এই জয় মান্ডির সম্মানের।'
জয়ের পর মান্ডি কেন্দ্রে তাঁর মূল প্রতিপক্ষ কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহ সম্পর্কে মন্তব্য করতেও ছাড়েননি তিনি। কঙ্গনার কটাক্ষ, কংগ্রেস নেতাকে হয়তো এবার 'ব্যাগ গুটিয়ে চলে যেতে হতে পারে'।
समस्त मंडीवासियों का इस जनाधार, इस प्यार और विश्वास के लिए दिल से आभार🙏🏻
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 4, 2024
ये जीत आप सभी की है, ये जीत है प्रधानमंत्री मोदी जी और भाजपा पर विश्वास की, ये जीत है सनातन की, ये जीत है मंडी के सम्मान की। pic.twitter.com/elRmMJOneE
গতকাল সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ও বিজেপির জয়ী প্রার্থী বলেন, 'মহিলাদের সম্পর্কে নিম্মরুচির মন্তব্য করার ফলাফল এবার তাঁদের ভোগ করতে হবে... এবং সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পরিমাণে আমরা বেশি ভোট পেয়েছি তা দেখে। মান্ডি তার মেয়েদের অপমান খুব ভালভাবে গ্রহণ করেনি। আমার মুম্বই চলে যাওয়ার কথা যতদূর, এই স্থান (হিমাচল প্রদেশ) আমার 'জন্মভূমি', এবং আমি এখানকার মানুষদের সাহায্য করেই যাব।'
আরও পড়ুন: Rituparna Sengupta: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব, 'আজ নয়', কবে যাবেন জানালেন অভিনেত্রী
গতকাল ভোট গণনার সময়ে মায়ের আশীর্বাদ নিতে দেখা যায় অভিনেত্রীকে। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, 'মায়েরা ঈশ্বরের রূপ হন, আজ আমার মা আমাকে দই-চিনি খাওয়াচ্ছেন।' ভোটপূর্বে কঙ্গনা রানাউত ও বিক্রমাদিত্য সিংহ, দুই প্রার্থীর প্রচারেই বিপুল মানুষের ঢল লক্ষ্য করা যায়। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিশ্চিত ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।