Rituparna Sengupta: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব, 'আজ নয়', কবে যাবেন জানালেন অভিনেত্রী
Ration Scam News: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব, 'আজ নয়', কবে যাবেন জানালেন অভিনেত্রী
কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) আজ ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) তলব করেছে ED। কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে যাবেন অভিনেত্রী? ED-র দাবি, রেশন কেলেঙ্কারিতে অভিযুক্তদের অ্যাকাউন্টের তথ্যে ঋতুপর্ণার নাম রয়েছে। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছিল? জানতেই অভিনেত্রীকে তলব করেছে ED। যদিও ED-র তলবের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ বছর আগে রোজভ্যালি মামলাতেও ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে ED।
প্রসঙ্গত, ৫ বছর পর ফের কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল?
সূত্রের খবর, তা জানতেই ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। ED-র তলব প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও সেই সময় তিনি প্রতিক্রিয়া দিতে চাননি।
আরও পড়ুন, ওড়িশায় BJD-এর 'অজেয়' দুর্গে ফুটল পদ্ম, নবীন-জমানায় ইতি
রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, এই মামলাতেই ED-র রেডারে রয়েছেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান।
এর আগে ২০১৯-এর ১৮ জুলাই রোজভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে