Los Angeles Wildfire: বাড়ি-ঘর সব জ্বলছে, দাবানলের আতঙ্কে প্রিয়াঙ্কা চোপড়া; শেয়ার করলেন ভয়াবহ ভিডিয়ো
Priyanka Chopra: আর এই দাবানল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে এই দাবানলের একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
Priyanka Chopra: লস অ্যাঞ্জেলস এবং প্যালিসাডেসের বিধ্বংসী দাবানলে পুড়ছে গোটা শহর। দাউদাউ করে জ্বলছে আগুন, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। হলিউডের (Los Angeles Wildfire) বড় বড় তারকারা বাড়ি ছেড়ে পালাচ্ছেন। হাজার হাজার মানুষকে ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে সরকার। আগুনের লেলিহান শিখা (Priyanka Chopra) ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং ঐতিহাসিক বেশ কিছু জায়গাও গ্রাস করে নেবে এই দাবানল। আর এই দাবানল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে এই দাবানলের একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া ক্যাপশনে লেখেন, 'প্রত্যেক বিপর্যস্তের জন্য আমার চিন্তা হচ্ছে। আশা করছি আজ রাত্রে আমরা সকলেই নিরাপদে থাকব'। প্রিয়াঙ্কা চোপড়া এই দাবানলের ভিডিয়ো ক্লিপের পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন যেখানে একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে যার মাধ্যমে উদ্ধারকারীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এই মানুষদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে প্রিয়াঙ্কা লেখেন, 'সাহসী এই মানুষদের জন্য চিৎকার করতে ইচ্ছে করছে। সারা রাত ধরে অমানুষিক এই শ্রমের জন্য অনেক ধন্যবাদ। বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অজস্র ধন্যবাদ।' তাঁর বাড়ির দিকেই আগুন এগিয়ে আসছিল ক্রমশ। সারারাত ধরে উদ্ধারকার্য চলেছে, আগুন আয়ত্তে এসেছে অনেকটাই।
মঙ্গলবার বিকেলে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্ব দিকের একটি সংরক্ষিত বনাঞ্চলে হঠাৎ করেই আগুন ধরে যায়, আর সেই আগুন তৎক্ষণাৎ ২ হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। তীব্র গতির বাতাসের (Los Angeles Wildfire) কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বুধবার ৮ জানুয়ারি বাতাসের গতিবেগ ছিল ১২৯ কিমি প্রতি ঘণ্টায়। ক্যালিফোর্নিয়ার প্যালিসাডেসের দাবানল (Los Angeles Wildfire) এক হাজার বাড়িকে ধ্বংস করে দিয়েছে। অল্টাডেনায় এখনও ১০,৬০০ একর জায়গা জুড়ে জ্বলছে আগুন। বহু ধনকুবেরদের বাড়ি ধ্বংস করেছে এই সর্বগ্রাসী দাবানল। অ্যাকিউওয়েদারের রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত ৫৭ বিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাজের কথায় এলে, 'সিটাডেল' সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। রুশো ব্রাদার্সের পরিচালনায় এই 'সিটাডেল' সিরিজ প্রথম সিজনেই জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও 'হেডস অফ স্টেট' নামের এই অ্যাকশন-থ্রিলারেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন জন সিনা এবং ইদ্রিস অ্যালবা।
আরও পড়ুন: Big Boss 18: এই দিনে হবে 'বিগ বস ১৮'-এর গ্র্যান্ড ফিনালে, বিজেতা কত টাকার পুরস্কার পাবেন জানেন ?