এক্সপ্লোর
Advertisement
মুক্তি পেল ‘লভ আজ কাল’ সিনেমার ট্রেলার, নজর কাড়ল সারা-কার্তিক সম্পর্কের রসায়ন
বিগত বেশ কিছুদিন ধরেই কার্তিক আরিয়ান ও সারা আলি খানের আগামী সিনেমা ‘লভ আজ কাল’ নিয়ে জোর চর্চা চলছে সিনে মহলে। সিনেমার সেটে সারা ও কার্তিকের চুম্বনের দুটি ভিডিও সামনে আসার পর সেই চর্চা জোরদার হয়েছিল।
নয়াদিল্লি: বিগত বেশ কিছুদিন ধরেই কার্তিক আরিয়ান ও সারা আলি খানের আগামী সিনেমা ‘লভ আজ কাল’ নিয়ে জোর চর্চা চলছে সিনে মহলে। সিনেমার সেটে সারা ও কার্তিকের চুম্বনের দুটি ভিডিও সামনে আসার পর সেই চর্চা জোরদার হয়েছিল। এবার নির্মাতার সিনেমার ট্রেলার প্রকাশ করলেন। দীপিকা পাড়ুকোন ও সইফ আলি খানের ২০০৯-র সিনেমা ‘লভ আজ কাল’-এর সিকোয়েল এই রোমান্টিক ড্রামা।
লভ আজ কল-এ দেখা যাবে রণদীপ হুডাকেও। বর্তমান জীবন ও অতীতের প্রেমের যাত্রা পথের ওঠা-পড়াপূর্ণ এক যাত্রা এই সিনেমায় দেখা যাবে বলে জানানো হয়েছে। ১৯৯০ ও ২০২০-এই দুই ভিন্ন সময়ের রোমান্স তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
ট্রেলারে দেখা গিয়েছে, এখনকার জুটি বীর ও জোয়ে তাদের সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ের মুখোমুখি হচ্ছে। বীর জোয়ের কাছ থেকে সম্পূর্ণ দায়বদ্ধতা চায় এবং এক্ষেত্রে কোনওরকম আপোস করতে রাজি নয়। অন্যদিকে, জোয়ে কেরিয়ার নিয়ে মনোনিবেশ করতে চায়।
অন্যদিকে, ১৯৯০-এর সময়কার এক জুটিওকেও দেখানো হয়েছে। তারাও বিভিন্ন সামাজিক চাপের মুখোমুখি।
তবে ট্রেলার দেখে এই সিনেমাকে প্রথম সিনেমার সংশোধিত সংস্করণই মনে হয়েছে। ট্রেলারে সারা ও কার্তিকের সম্পর্কের সমীকরণ নজর কেড়েছে।
সিনেমার পরিচালক ইমতিয়াজ আলি। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমা মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement