এক্সপ্লোর
Advertisement
প্রথম দিনেই ২১ কোটির ওপর ব্যবসা, উত্তরপ্রদেশেও করমুক্ত ধোনির বায়োপিক
মুম্বই: প্রথম দিনেই কামাল৷ বক্স অফিসে দুর্দান্ত সফল ধোনির বায়োপিক ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’। প্রথম দিনেই ২১ কোটি তিরিশ লক্ষর ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ ছবিটিকে ‘করমুক্ত’ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।
প্রথম দিনের সাফল্যের নিরিখে সলমন খানের ‘সুলতান’-এর পরই রয়েছে ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’৷ তবে, বায়োপিক হিসেবে সর্বকালের সেরা ব্যবসায়িক সাফল্যের রেকর্ডটা পুরোপুরি ব্র্যান্ড ধোনিরই মুঠোয়৷ শুধু তাই নয়, ব্র্যান্ড ধোনি টেক্কা দিয়েছে ‘ফ্যান’, ‘রুস্তম’, ‘এয়ারলিফট’, ‘দিলওয়ালে’ এবং ‘দাবাং টু’-এর প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যকেও৷ ব্যাট হাতে স্কোরবোর্ডে রানের পাহাড় তৈরি করেছেন বহুবার৷ এবার বক্স অফিসেও সপাটে ছক্কা! ধোনির চরিত্রে বাজিমাত সুশান্ত সিংহ রাজপুতের৷
সুশান্তের অভিনয়ের প্রশংসা করেছেন পরিচালক নীরজ পাণ্ডেও। উল্লেখ্য, এর আগে ধোনির নিজের রাজ্য ঝাড়খণ্ডেও করমুক্ত হয় তাঁর ছবি।
উত্তরপ্রদেশে ধোনির বায়োপিক করমুক্ত ঘোষণা করায় স্বভাবতই খুশি ছবির সলাকূশলীরা। উত্তরপ্রদেশ সরকার এবং সেখানকার মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement