'Naach Baby': এক ফ্রেমে সানি-রেমো, মুক্তি পেল মিউজিক ভিডিও 'নাচ বেবি'
'Naach Baby' Released: একসঙ্গে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। গান প্রকাশ্যে আসতেই পরিষ্কার, অনুরাগীদের আশা ছাপিয়ে গেছেন সানি লিওনি।

নয়াদিল্লি: মন জয় করেছিল গানের পোস্টার (poster) ও টিজার (teaser)। অবশেষে মুক্তি পেল মাচাও মিউজিকের (Machaao Music) প্রথম মিউজিক ভিডিও, 'নাচ বেবি' (Naach Baby)। গানে বিখ্যাত নৃত্যশিল্পী ও পরিচালক রেমো ডি'সুজার (Remo D’Souza) সঙ্গে তালে তাল মেলাতে দেখা গেল সানি লিওনিকে (Sunny Leone)।
'নাচ বেবি'
সানি-রেমোর তালে এবার 'নাচ বেবি'! প্রকাশ্যে আদ্যোন্ত নাচের গান। ভূমি ত্রিবেদী ও ভিপিন পাটওয়ার এই গানের হাত ধরে প্রথমবার একসঙ্গে দেখা গেল সানি লিওনি ও রেমো ডি'সুজাকে।
একসঙ্গে এক ফ্রেমে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। গান প্রকাশ্যে আসতেই পরিষ্কার, অনুরাগীদের আশা ছাপিয়ে গেছেন সানি লিওনি।
সানি লিওনির কথায়, 'এটি একটি গরবা নাচের গান। এই কাজটা করতে পেরে ভীষণ খুশি। আমার "রাখী" ভাই হিতেন্দ্র কাপোপারা এই কাজটি করতে বলেছিলেন। সেই সঙ্গে রেমোর সঙ্গে কাজ করতে পারা একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।'
View this post on Instagram
'মাচাও মিউজিক' ও এই গানের প্রযোজক পীষূষ জৈন বলেন, 'সানি আমাদের পরিবারের সদস্য। সানি ও ড্যানিয়েলের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আমি খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি।'
আরও পড়ুন: ‘Trail of an Assassin’: রাজীব গাঁধী হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি পর্দায়, বলবেন পরিচালক নাগেশ কুকনূর
সানির অভিনয়ের সঙ্গে নাচের মিশেল, এই গানটিকে অন্য মাত্রা দিয়েছে। এই মিউজিক ভিডিওয় বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হন সানি লিওনি, জানান প্রযোজক। মুক্তি পেয়েছে 'নাচ বেবি'। বেশ আলোড়ন সৃষ্টি করেছে গানে সানি-রেমোর জুটি ও তাঁদের পারফর্ম্যান্স। সেই সঙ্গে গানের মাধুর্য্য তো আছেই।






















