Celebrities Update: 'থ্রোব্যাক থার্সডে' ছবি পোস্ট মাধুরী দীক্ষিত ও কাজলের, প্রশংসা অনুরাগীদের
Madhuri Dixit and Kajol Update: এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউডের তারকারা। এবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে থ্রোব্যাক ছবি পোস্ট করলেন মাধুরী দীক্ষিত ও কাজল। অনুরাগীরা কী বললেন ছবি দেখে?
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক ছবি পোস্ট করা এখন নতুন ট্রেন্ড। আর তাতে গা ভাসিয়েছেন তাবড় বলিউড তারকারাও। সে ছোটবেলার ছবিই হোক বা কোনও ছবির শ্যুটিংয়ের নেপথ্য ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এখন বলি তারকারা। এবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করলেন মাধুরী দীক্ষিত ও কাজল।
অনুরাগীদের একটি গেম খেলতে বলেন কাজল (Kajol Asks Fans To Play A Game)
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' অভিনেত্রী একটি পুরনো ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে লজ্জা পেয়ে নখ কামড়াচ্ছেন তিনি। গোলাপী পোশাকে, প্রাণখোলা হাসিতে খুবই সুন্দর লাগছে অভিনেত্রীকে।
View this post on Instagram
পোস্টের ক্যাপশনে মজা করে অভিনেত্রী লেখেন, 'একটা গেম খেলা যাক। আমি কখনও আমার নখ কামড়াইনি।' প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেই শুরুর দিকে 'মাই নেম ইজ খান' অভিনেত্রী আরও একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি নখ কামড়াচ্ছেন।
একটি পুরনো ছবি পোস্ট করেছেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Shares Vintage Throwback Pic)
অন্যদিকে চোখ ধাঁধানো একটি পুরনো ছবি পোস্ট করেছেন 'ধক ধক' অভিনেত্রী। ছবিটিতে আত্মবিশ্বাস স্পষ্ট।
View this post on Instagram
অনুরাগীরা ছবিতে মন্তব্য করেছেন, 'আপনি কী সুন্দর।'
আরও পড়ুন: Priyanka Sarkar Exclusive: 'আমরা বাসে-ট্রামে উঠে 'ব্যাড টাচ' বুঝেছি, সহজ বইয়ে পড়ে শিখছে'