Madhuri Dixit: মঞ্চে আসতে ৩ ঘণ্টা দেরি, তারপরে ২ সেকেন্ডের গান আর কয়েকটা কথা! কানাডায় মাধুরীর অনুষ্ঠানে ক্ষোভে ফেটে পড়লেন দর্শক
Madhuri Dixit News: মেলবোর্নে একটি কনসার্টে এসেছিলেন মাধুরী দিক্ষীত। কিন্তু তিনি ৩ ঘণ্টা পরে মঞ্চে আসেন।

কলকাতা: ৩ ঘণ্টা দেরী করে মঞ্চে অভিনেত্রী, ক্ষোভে ফেটে পড়ল দর্শকাসন! মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit) ঘটনা ফের একবার যেন মনে করিয়ে দিল নেহা কক্করের (Neha Kakkar) ঘটনাকে। কানাডায় মাধুরী দিক্ষীতের শো ঘিরে তুলকালাম কাণ্ড! নাহ.. তা অভিনেত্রীর জনপ্রিয়তার কারণে নয়, অভিনেত্রী দেরি করে মঞ্চে আসার কারণে! কয়েক মাস আগে, এমনই তুলকালাম হয়েছিল সঙ্গীতশিল্পী নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট নিয়ে। কনসার্ট করতে গিয়ে, ঘণ্টা দেরি করে মঞ্চে ওঠেন সঙ্গীতশিল্পী। এতে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। আর এবার, কার্যত সেই একই ঘটনা ঘটল মাধুরী দিক্ষীতের শো-এ। কী হয়েছিল?
অভিযোগ, কানাডায় একটি কনসার্টে এসেছিলেন মাধুরী দিক্ষীত। কিন্তু তিনি ৩ ঘণ্টা পরে মঞ্চে আসেন। এদিন অভিনেত্রী মঞ্চে দেরি করে আসার ফলে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আয়োজকদের ওপর ক্ষোভে ফেটে পড়েন দর্শক। আর এবার, আয়োজকেরা দায় ঠেলল মাধুরী দিক্ষীতের টিমের ওপরেই। আয়োজকদের দাবি, মাধুরীকে ভুল সময় জানিয়েছিল তাঁরই টিম। সেই কারণেই নাকি মাধুরী দেরি করে অনুষ্ঠানে এসে পৌঁছন। তবে দর্শকদের ক্ষোভ এখানেই মেটেনি, অনুষ্ঠানের গুণগত মান নিয়েও যথেষ্ট প্রশ্ন তুলেছেন তাঁরা।
সময় অনুযায়ী, মাধুরীর মঞ্চে হাজির হওয়ার কথা ছিল সন্ধে সাড়ে সাতটায়। কিন্তু তিনি মঞ্চে আসেন, রাত ১০টায়। টিকিট কেটেও কেন এত দীর্ঘ অপেক্ষা করতে হবে, সেই কারণে ক্ষোভ প্রকাশ করেন দর্শকেরা। অনেকে লিখেছেন, 'এত দীর্ঘ অপেক্ষার পরে এই অনুষ্ঠান! দর্শকদের সম্মান নেই? সময়ের দাম নেই?' এক দর্শক লিখেছেন, 'এটা আমার দেখা অন্যতম খারাপ একটা অনুষ্ঠান। বিজ্ঞাপনে মোটেই বলা হয়নি যে উনি প্রতিটা গান মাত্র ২ সেকেন্ড করে গাইবেন আর একটি ২টি কথা বলবেন।' যে সমস্ত দর্শকেরা এই শো দেখতে এসেছিলেন, তাঁরা অনেকেই টাকা ফেরত দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন। একদল আয়োজকদের ওপর তোপ দাগেন তো একজন স্বয়ং 'ধক ধক গার্ল'-এর দিকে। দর্শকদের দাবি, মাধুরী দিক্ষীত কতটা সুন্দরী, তা এই অনুষ্ঠানের বিবেচ্য বিষয় ছিল না। তিনি দর্শকদের মাতিয়ে রাখবেন, সেই কারণেই এসেছিলেন দর্শকেরা।
কয়েক মাস আগে, মেলবোর্নে কার্যত এই একই ঘটনা ঘটিয়েছিলেন সঙ্গীতশিল্পী নেহা কক্কর। মেলবোর্ন কনসার্টে তিনি মঞ্চে আসেন ৩ ঘণ্টা দেরি করে, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকেরা। নেহা কক্করকে শুনতে হয়, গো ব্যাক স্লোগান। এদিন মাধুরী দিক্ষীতকেও বয়কট করার দাবি ওঠে।






















