Mahalaya at Aakash Aath: 'রাত পোহালো শারদ প্রাতে', এবার মায়েদের সঙ্গে মহালয়া উদযাপন, অতিথি জয়তী চক্রবর্তী
Special Show: বুধবার, দেবীপক্ষের সূচনায় 'গুডমর্নিং আকাশ'-এর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। বাংলার মায়েরা, মেয়েরা কীভাবে কাটান তাঁদের দুর্গাপুজোর দিনগুলো? থাকবে অনেক গল্প।
কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল আকাশ ৮- এ (Aakash Aath) 'রাত পোহালো শারদ প্রাতে (Raat Pohalo Sharodo Praate), মহালয়া এবার মায়েদের সাথে'। ২ অক্টোবর, মহালয়ার পুণ্য তিথিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। বুধবার দেবীপক্ষের সূচনায় একাধিক বাঙালি মহিলাদের নিয়েই কাটবে দিন।
'রাত পোহালো শারদ প্রাতে, মহালয়া এবার মায়েদের সাথে'
২ অক্টোবর, বুধবার, দেবীপক্ষের সূচনায় 'গুডমর্নিং আকাশ'-এর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। বাংলার মায়েরা, মেয়েরা কীভাবে কাটান তাঁদের দুর্গাপুজোর দিনগুলো? পুজোর ক'টা দিন সবাই ঠাকুর দেখতে যখন যায়, তাঁরা কি ছুটি পান? চার ছেলেমেয়ে আর তাঁদের বাহনদের নিয়ে কীভাবে কাটে মা উমার সারা বছর? মর্ত্যে এসেও কি তাঁর ছুটি মেলে?
এই বিশ্ব সংসারের চালিকা শক্তি তো মেয়েরাই, তাই শক্তিরূপে, তাঁরা দেবী রূপে পূজিতা। কিন্তু বাস্তবেও কি তাই? দুর্গা পুজোর গল্প - গানে সাজানো থাকবে চ্যানেলের এই অনুষ্ঠান। থাকবে বাংলার বিভিন্ন জেলার পুজোর গল্প, জেলার লোকগান, পুজোর গান, আগমনী, বাংলা রেট্রো, আধুনিক গান এবং স্তোত্রপাঠ। ১ অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। আকাশ আটের স্টুডিও থেকে সরাসরি রাতভর এই লাইভ অনুষ্ঠান হবে।
স্টুডিওয় থাকবেন বাংলার পরিচিত শিল্পীরা। যাঁদের গান আর গল্প দিয়েই একপ্রকার গঙ্গাজলেই হবে গঙ্গাপুজো। আর তাঁদের সঙ্গে থাকবেন দীর্ঘদিন ধরে চলা 'আকাশ ৮'- এর জনপ্রিয় অনুষ্ঠান 'আকাশের সুপারস্টার' থেকে উঠে আসা জেলার কিছু মুখ। বাস্তবের এই উমা-মেনকাদের নিয়েই সূচনা হবে এই দেবীপক্ষের। অনুষ্ঠানে থাকবেন শম্পা কুণ্ডু, সোহিনী মুখোপাধ্যায়, অর্পিতা চক্রবর্তী, দোয়েল গোস্বামী, শম্পা বিশ্বাস, পোর্শিয়া সেন, শ্রেয়া সাহা, অনিন্দিতা চন্দ, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও তৃষা পাড়ুই। রাতভর চলা এই অনুষ্ঠান এবার পা দিল অষ্টম বর্ষে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।