'Pashbalish': প্রেমের মাসে প্রেমের গান নিয়ে হাজির অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য
Priyanka Bhattacharjee: গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে। প্রেম বিরহের নানান রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। গানে ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প।
কলকাতা: ফেব্রুয়ারি (February) মাস মানেই ভালবাসার মাস। আর এই সময়ে মুক্তি পায় একাধিক প্রেমের গান (Love Song), ছবি, সিরিজ। তেমনই একটি বিশেষ গানের টিজার মুক্তি পেয়েছে এই ভ্যালেন্টাইন্স ডে-তে। মিউজিক ভিডিওর নাম 'পাশবালিশ'।
প্রকাশ্যে 'পাশবালিশ'-এর টিজার
এখন চলছে ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার মাস। এখন চারিদিকে কেবল প্রেমের মরসুম। আর এই শীতের রেশ কাটতে না কাটতেই, শহর জুড়ে প্রেমের মরসুমে মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। ড্রপসপ্লে (DropsPlay) নিবেদিত এই গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সমস্ত অডিও প্ল্যাটফর্ম এ।
ড্রপসপ্লে (DropsPlay) নিবেদিত 'পাশবালিশ' একটি রোম্যান্টিক ঘরানার মিউজিক ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়। তাঁর সঙ্গে রয়েছেন কৌস্তভ বাগ। গানটিতে সমসাময়িক যুবক যুবতীর ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। মহারাজ চট্টোপাধ্যায় (Maharaj Chatterjee) পরিচালিত এই মিউজিক ভিডিওটিতে একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।
গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে। প্রেম বিরহের নানান রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। গানে ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস এবং শুভশ্রী দাস।
শীত শেষ, প্রকৃতি পা বাড়িয়েছে বসন্তের ঘরে। বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। প্রকৃতির মতো, মনও মেতে উঠেছে ভাল থাকার ছন্দে, ভালবাসার ছন্দে। কার্যত উৎসবের চেহারা নেয় ব্যস্ত শহর। সমস্ত অডিও প্ল্যাটফর্মেই শোনা যাবে মিষ্টি প্রেমের এই গান 'পাশবালিশ' (Pashbalish)।
আরও পড়ুন: Ideas of India 2.0: 'সঙ্গীতের সাহচর্য নিরাময়ের ক্ষমতা রাখে', মত সঙ্গীতশিল্পী শুভা মুদগলের
পরিচালক মহারাজ চট্টোপাধ্যায়ের কথায়, 'এই "পাশবালিশ" আমার প্রথম মিউজিক ভিডিও। পরিচালক হিসাবে এর আগে আমি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছি। প্রথম বার একটু বড় ভাবে ভাবনা। গানটার মধ্যে একটা মিষ্টি আমেজ আছে যা প্রথম থেকেই আমায় আকৃষ্ট করে। একটু ভয়ে ছিলাম এরকম কাস্টিং এরকম সেট আপ নিয়ে কাজ তুলতে পারব কিনা সেই ভেবে। শ্যুটিং ফ্লোরে হয়তো অনেক জায়গায় অসুবিধা হয়েছে নতুন হিসেবে, কিন্তু আমার টিমের প্রত্যেকে এমনকী প্রিয়ঙ্কাও প্রচণ্ডভাবে এই নতুন পরিচালকের সঙ্গে সহযোগিতা করেছে। একদমই নিষ্পাপ একটি প্রেমের ভিডিও তৈরি করার চেষ্টা, সেখান থেকেই ছোটদের সঙ্গেও প্রথম কাজ সব মিলিয়ে খুবই স্পেশাল এই মিউজিক ভিডিও আমার কাছে। দর্শকের কাছে একটাই কথা বলার, ভিডিওটি দেখবেন, ভাল লাগলে সবাইকে দেখাবেন।'