Ideas of India 2.0: 'সঙ্গীতের সাহচর্য নিরাময়ের ক্ষমতা রাখে', মত সঙ্গীতশিল্পী শুভা মুদগলের
Ideas of India: শুভা মুদগলের কথায়, শুধু শাস্ত্রীয় সঙ্গীতই নয়, সমস্ত রকমের সঙ্গীতই সাহচর্য দিতে পারে। তিনি বলেন, 'আপনার নিজের সঙ্গীতের সঙ্গেই অত্যন্ত সংগ্রামের পরিস্থিতিও কাটিয়ে দেওয়া যায়।'
নয়াদিল্লি: এবিপি নেটওয়ার্ক (ABP Network) আয়োজিত Ideas of India-এর দ্বিতীয় অধ্যায়ে যোগ দিয়েছিলেন বর্ষীয়াণ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী (Veteran Hindustani Classical vocalist) শুভা মুদগল (Shubha Mudgal)। সঙ্গীতের মধ্যে যে সঞ্জীবনী ক্ষমতা আছে সেই নিয়ে কথা বলেন তিনি। 'আর্ট ফর হার্ট: দ্য হিলিং পাওয়ার অফ জিনিয়াস'-এ (Art For Heart: The Healing Power Of Genius) বক্তব্য রাখতে শুভা মুদগলের সঙ্গে হাজির হয়েছিলেন তবলা বাদক বিক্রম ঘোষ (Bickram Ghosh), সরোদ শিল্পীদ্বয় আমন আলি ও আয়ান আলি (Amaan Ali Bangash and Ayaan Ali Bangash)।
সঙ্গীতের সাহচর্য নিরাময়ের ক্ষমতা রাখে: শুভা মুদগল
করোনাকালে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে গোটা মানবজাতি। সেই সময়ের কথা স্মরণ করে শুভা মুদগল বলেন কীভাবে সুর, সঙ্গীত তাঁকে সেরে উঠতে সাহায্য করেছে। তিনি বলেন, 'গত দুই বছর আমরা সকলে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি এবং সঙ্গীতের সাহচর্য আমাকে সেই সময়ের জোর করে বন্দিদশা এবং মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার সেই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে সাহায্য করেছে। আমি মনে করি যে আপনার পছন্দের যে কোনও ঘরানার সঙ্গীতের সাহচর্য সত্যিই নিঃশর্ত নিরাময় দিতে পারে এবং এক ধরনের শান্তি এনে দেয় যা অন্য কিছু থেকে খুব কমই পাওয়া যায়।'
শুভা মুদগলের কথায়, শুধু শাস্ত্রীয় সঙ্গীতই নয়, সমস্ত রকমের সঙ্গীতই সাহচর্য দিতে পারে। তিনি বলেন, 'আপনার নিজের সঙ্গীতের সঙ্গেই অত্যন্ত সংগ্রামের পরিস্থিতিও কাটিয়ে দেওয়া যায়। হয়তো, ধরুন শুধু পাখির ডাক শুনেও মনে হতে পারে যে সুন্দর আগামীর আশা রয়েছে।'
শ্রোতাদের গান শুনিয়ে খুশি করাও যে নিরাময়ের একটা পদ্ধতি, মত শুভা মুদগলের। তিনি বলেন, 'মানুষ এসে বলেন, আমি এই গানটা শুনলাম আর চোখের জল ধরে রাখতে পারলাম না বা আমি "অব কে সাওন" শুনলে নাচ থামাতেই পারি না বা এরকম অনেক কিছু। তো মিউজিক ইন্ডাস্ট্রিতে যেখানে একেকটা গানের মেয়াদ মেরেকেটে কয়েক সপ্তাহ সেখানে মানুষ এখনও ওই গান শুনছেন জেনে ভাল লাগে। এগুলো শুনে নিজের পিঠে সাবাশির সেই হাত পড়ে, এবং আশ্বস্ত করে যে হ্যাঁ, এমন মানুষ আছেন যাঁরা শুনছেন।' কিন্তু আবার একইসঙ্গে তাঁর কথায়, 'কিন্তু কখনও যদি কেউ চোখ কপালে তুলে বলে, এবাবা, কী করেছেন উনি এটা? আমার মনে হয় না তাতেও আমি কাজ করার থেকে নিজেকে আটকাতে পারব বলে। আমি কাজ তো করবই। আমি মনে করি সঙ্গীতের ছাত্রী হিসাবে, আমি কৌতূহলী, এবং আমি আনন্দিত যে বিভিন্ন ধরণের শৃঙ্খলা এবং সঙ্গীতের ধরনের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তাই আমি অনুভবে এই সমস্ত অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে এবং আমি সেই অভিজ্ঞতাগুলিকে মূল্য দিই।'