Oscar Nomination: বক্সঅফিসে রেকর্ড ব্যবসা, এবার অস্কারের তালিকায় নমিনেশন পেল এই ভারতীয় সিনেমা!
Mahavatar Narsimha: প্রথমবার অস্কারে দৌড়ে বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটেগরির প্রাথমিক তালিকায় নমিনেশন পেল কোনও ভারতীয় সিনেমা

কলকাতা: ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য নমিনেশন লিস্টে জায়গা করে নিল ভারতের মাইথোলজিক্যাল অ্যানিমেটেড ফিল্ম 'মহাবতার নরসিংহ' (Mahavatar Narsimha) । প্রাথমিক ভাবে নির্বাচিত ৩৫টি ছবির তালিকায় জায়গা নিয়েছে ভারতীয় অ্যানিমেশন ফিল্মটি ।
প্রথমবার অস্কারে দৌড়ে বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটেগরির প্রাথমিক তালিকায় নমিনেশন পেল কোনও ভারতীয় সিনেমা । অশ্বিন কুমার পরিচালিত 'মহাবতার নরসিংহ' ছবিটি ২০২৬-এর অস্কারের জন্য বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটেগরির নমিনেশনে ৩৫টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে । এ বছরই ১৬ ডিসেম্বর দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর তরফে নমিনেশনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । নেটফ্লিক্সের কে-পপ ডেমন হান্টার্স, ডেমন স্লেয়ার - ইনফিনিটি কাসল, ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজের ফিল্ম zootopia টু-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে মহাবতার নরসিংহ । অ্যাকাডেমির নিয়মানুযায়ী এই ক্যাটেগরিতে নমিনেশন পাওয়ার যে শর্ত রয়েছে, তার মধ্যে সবগুলিই পূর্ণ করেছে ছবিটি ।
আমেরিকায় দৈনিক তিনটি শো সহ, টানা এক সপ্তাহেরও বেশি চলার যোগ্যতা মান অর্জন করেছে মহাবতার নরসিংহ । এর মধ্যে সন্ধে ৬টা থেকে রাত ১০টার মাঝের প্রাইম টাইম শো-ও রয়েছে । ভারতে 2D এবং 3D ফর্ম্যাটে মুক্তি পেয়েছিল ছবিটি । ৪০ কোটি টাকা বাজেটের 'মহাবতার নরসিংহ' বক্স অফিসে মোট ৩২৫ কোটি টাকার ব্যবসা করেছিল । মহাবতার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি, মহাবতার পরশুরাম মুক্তি পাবে ২০২৭-এ ।
অশ্বিন কুমার পরিচালিত, 'হনুমান' (2005)-এর পরে এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র যা হিন্দিভাষী দর্শকদের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল । ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার নিয়ে যে পৌরাণিক আখ্যান রয়েছে, তাই এই সিনেমায় দেখানো হয়েছে । সিনেমাটি পুরো পরিবারের সঙ্গে বসে দেখার মতো । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিনেমাটি তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছিল ভীষণভাবে । প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখতে দলে দলে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি ।
শিল্পা ধাওয়ান, কুশল দেশাই এবং চৈতন্য দেশাই প্রযোজিত, 'মহাবতার নরসিংহ' একটি বিশাল বড়, মাল্টি-ফিল্ম অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির মাত্র শুরু । হম্বেল ফিল্মস এবং ক্লেম প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে আরও অ্যানিমেশনের একটি লাইন-আপের কথা ঘোষণা করেছিল । সেই মহাবতার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি, মহাবতার পরশুরাম মুক্তি পাবে ২০২৭-এ ।






















