এক্সপ্লোর
Advertisement
কঙ্গনার কাছে সাহায্যের আর্জি ছুরিকাহত অভিনেত্রী মালবী মলহোত্রর
দিনের আলোয় বলিউড অভিনেত্রীকে ছুরি নিয়ে আক্রমন! আপাতত চিকিৎসাধীন রয়েছেন মালবী মলহোত্র।গত ২৬ অক্টোবর মুম্বইয়ের ভরসোভার একটি ক্যাফে থেকে মিটিং সেরে বেরনোর সময় আক্রান্ত হন তিনি।
মুম্বই: দিনের আলোয় বলিউড অভিনেত্রীকে ছুরি নিয়ে আক্রমন! আপাতত চিকিৎসাধীন রয়েছেন মালবী মলহোত্র।গত ২৬ অক্টোবর মুম্বইয়ের ভরসোভার একটি ক্যাফে থেকে মিটিং সেরে বেরনোর সময় আক্রান্ত হন তিনি।
পুলিশ সূত্রে খবর, ভরসোভার একটি ক্যাফে থেকে মিটিং সেরে বেরোচ্ছিলেন মালবী। ঠিক সেইসময় অডি গাড়ি নিয়ে তাঁকে পিছু করে যোগেশ কুমার নামক এক ব্যক্তি। মালবী তাকে অনুসরণ করতে বারণ করেন ও কথা বলতেও অস্বীকার করেন। যোগেশ মালবীকে থামাতে গেলে পুলিশের কাছে অভিযোগ করার ভয় দেখান অভিনেত্রী। এরপরেই মরিয়া হয়ে যোগেশ ছুরি দিয়ে মালবীকে তিনবার আঘাত করেন।
আঘাত নিয়ে আপাতত অন্ধেরির ধীরুভাই কোলিলাবেন হাসপাতালে ভর্তি মালবী। সেখান থেকেই একটি ভিডিও বার্তা দিয়ে নারী সুরক্ষা বিভাগ ও কঙ্গনা রানওয়াতের কাছে সাহায্য চান তিনি। ভিডিওতে তিনি বলেন, ' আমিও হিমাচল প্রদেশের মেয়ে। এখানেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াতের বাড়ি। মুম্বইতে এসে আমার এমন করে আক্রান্ত হব ভাবিনি। আমায় সাহায্য করুন।'
মালবীর নিরাপত্তারক্ষী অতুল পটেল জানান, '২০১৯ সাল থেকে মালবী ও যোগেশ পূর্বপরিচিতি। ২ জনের আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যোগেশ একটি মিউজিক ভিডিও তৈরি করছিলেন আর মালবীও সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেখা হওয়ার পর যোগেশ মালবীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন অভিনেত্রী। এরপর কাজের জন্য দুবাই চলে যান মালবী। কিছুদিন পর ফিরে এলে যোগেশ দেখা করতে চায় তাঁর সঙ্গে। সেই প্রস্তাবও নাকচ করে দেন মালবী।'
অভিনেত্রীর এক বন্ধু জানান, 'মিউজিক ভিডিও নিয়ে কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় অনেককেই দেখা গিয়েছে যোগেশের থেকে টাকা চাইতে।'
ইতিমধ্যেই ভারসোভা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত চলছে। বেশ কিছু ধারাবাহিক ও বলিউড ছবিতে অভিনয় করেছেন মালবী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement