Mangal Gochar : মঙ্গল এবার কর্কটের ঘরে, ষড়ষ্টক যোগ চূড়ান্ত সতর্ক থাকুন ৪ রাশি, নইলেই সব তছনছ
জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কয়েকটি রাশির জন্য মঙ্গল গ্রহের এই যাত্রা শুভ বলে মনে করা হচ্ছে না।
গ্রহের অধিপতি মঙ্গল গত ২০ অক্টোবর রাশিচক্র পরিবর্তন করেছে। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, মঙ্গল প্রায় দেড় বছর পর কর্কট রাশিতে এসেছে । জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কয়েকটি রাশির জন্য মঙ্গল গ্রহের এই যাত্রা শুভ বলে মনে করা হচ্ছে না। এর কারণ হল কর্কট রাশি মঙ্গল গ্রহের নিম্নতম রাশি।
কেন মঙ্গল গ্রহের যাত্রা অশুভ হবে?
মঙ্গল গ্রহের এই স্থানান্তর অনেক রাশির জন্য অশুভ প্রমাণিত হতে পারে। তাদের সতর্ক থাকতে হবে। মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করেছে। তৈরি হয়েছে শনি ও মঙ্গলের ষড়ষ্টক যোগ। অর্থাৎ শনি মঙ্গল থেকে অষ্টম ঘরে এবং মঙ্গল শনি থেকে ষষ্ঠ ঘরে গমন করেছে। এই যোগ কর্মজীবন এবং আর্থিক বিষয়ে অশুভ বলে মনে করা হয়।
মঙ্গল গ্রহের ট্রানজিটের জন্য কাদেরকে সতর্ক থাকতে হবে?
মেষ: মঙ্গল গ্রহের প্রভাবে এই রাশির মনোবল কমে যাবে। হঠাৎ রাগ ও উত্তেজনা বাড়তে পারে। এই ট্রানজিট গার্হস্থ্য জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংসারে মাথা ঠান্ডা রাখুন। পারিবারিক কলহও বাড়তে পারে। তাই এই সময়ে খুব সাবধানে থাকতে হবে।
কর্কট : মঙ্গল গ্রহের এসেছে এই রাশির প্রথম ঘরে। তাই এই রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। এই সময়ে, অনেক ভাল সুযোগ নষ্ট হতে পারে। গোছানো কাজ নষ্ট হয়ে যেতে পারে। অতএব, আপনাকে যদি কোনও শুভ বা গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তবে বেশ সময় দিন নিজেকে।
তুলা: মঙ্গলের গমন তুলা রাশির জাতকদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে । এই সময়ে স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি । গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। মানসিক চাপ ও আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে।
বৃশ্চিক : মঙ্গলের গমন বৃশ্চিক রাশির জাতকদের সমস্যাও বাড়িয়ে দেবে। অযথা দৌড়াদৌড়ি করতে হতে পারে। এছাড়াও, এই সময়ে বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।