Masaba Gupta: মা হচ্ছেন মাসাবা গুপ্ত, হবু সন্তানের কথা জানাতেই ভাসলেন শুভেচ্ছাবার্তায়
Masaba Gupta News: সোশ্যাল মিডিয়ায় এই ৩টি ছবি শেয়ার করে মাসাবা লিখেছেন, 'সত্যি কথা বলতে গেলে, আমাদের সংসারে ছোট্ট দুটো পা পর্দাপণ করার অপেক্ষায়'
কলকাতা: পরিবারে আসছে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়ায় সেই খবর পোস্ট করে জানালেন তারকা পোশাকশিল্পী মাসাবা গুপ্ত (Masaba Gupta)। গতবছরই অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীনা গুপ্ত (Neena Gupta)-কন্যা। আর এবার তাঁরা জানালেন, পরিবারে আসছে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি পোস্ট করে নিয়েছিলেন মাসাবা। সবকটাই ইমোজি। প্রথমটি একজন অন্তঃসত্ত্বা মহিলার। দ্বিতীয় ছবিটি দুই পুরুষ ও মহিলার ইমোজি, তাদের চোখে ভালবাসার চিহ্ন। তৃতীয় ছবিটি মাসাবা ও সত্যদীপের। কাঁধে মাথা রেখে মাসাবা বসে রয়েছেন। আদুরে এই ছবি শেয়ার করেই সন্তান আগমনের খবর শেয়ার করে নিয়েছেন নীনা-কন্যা।
সোশ্যাল মিডিয়ায় এই ৩টি ছবি শেয়ার করে মাসাবা লিখেছেন, 'সত্যি কথা বলতে গেলে, আমাদের সংসারে ছোট্ট দুটো পা পর্দাপণ করার অপেক্ষায়। দয়া করে আমাদের ভালবাসা, আশীর্বাদ আর কলার চিপস্ পাঠাবেন। শুধু নুন দেওয়া কিন্তু।' মিষ্টি এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সব্বাই। সবার প্রথমে মন্তব্য করেছেন সোনি রাজদান। লিখেছেন, 'চিন্তা কোরো না মাসু, যখন নানি ব্যস্ত থাকবে, তোমার কাছে তো আরও একটা বাচ্চা থাকবে। এবার আরও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করো কেবল।' পরিণীতি চোপড়া (Parineeti Chopra) থেকে শুরু করে শেহনাজ গিল (Shehnaz Gill).. সবাই শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে। করিনা কপূর খান (Kareena Kapoor Khan) লিখেছেন, 'সেবা হবু বাবা-মাকে অনেক শুভেচ্ছা। খবরটা পেয়ে কী যে ভাল লাগছে।'
মাসাবার বিয়ের সেই ফ্রেম এখনও লেগে সবার মনে। মেয়ে মাসাবার বিয়েতে এসেছিলেন কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস (Viv Richards)। ভিভ ও নীনার প্রেম একসময়ে ছিল অন্যতম চর্চার বিষয়। তবে সামাজিকভাবে পরিণতি পায়নি তাঁদের প্রেম। তবে নীনা ও ভিভের এক কন্যাসন্তান রয়েছে। তিনিই মাসাবা। আর মেয়ের বিয়ের দিনে, পাশে ছিলেন বাবা ভিভ রিচার্ডস।
View this post on Instagram
আরও পড়ুন: Rituparna Sengupta: ১৯ বছর পরে ফের একসঙ্গে, ঋতুপর্ণার অনুরোধেই নতুন বাংলা ছবি করছেন রাহুল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।