(Source: Poll of Polls)
Salman Khan: চিনে নিন সলমন খানের 'সবথেকে কাছের ও সবথেকে বেশিদিনের' বন্ধুকে
Bollywood Celebrity Updates: বন্ধুর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।
মুম্বই: নিজের 'সবথেকে কাছের ও সবথেকে বেশিদিনের' বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। বন্ধুর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। পাশাপাশি বন্ধুর সঙ্গে অনুরাগীদের পরিচয়ও করালেন।
পরিচয় করে নিন সলমন খানের 'সবথেকে কাছের ও সবথেকে বেশিদিনের' বন্ধুর সঙ্গে-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা সলমন খান। তাঁকে দেখা যাচ্ছে, তাঁর বন্ধু নাদিম কুরেশির (Nadeem Qureshi) সঙ্গে। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভাই নাদজ। আমার সবথেকে কাছের এবং সবথেকে বেশিদিনের বন্ধু। আমার সিইও। প্রার্থনা করি তোমার জীবনে অনেক আনন্দ ও খুশি ভরে উঠুক।'
">
জানা যায়, সলমন খানের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু নাদিম কুরেশি হলেন অভিনেতার টিভি প্রোডাকশন কোম্পানি 'এসকে টিভি'র ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর। বলিউডের ভাইজানের পোস্টে নাদিম কুরেশিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের অন্যান্য তারকারা। সঙ্গীতা বিজলানি, বিপাশা বসু, সতীশ কৌশিক, কপিল শর্মা, থেকে আরও অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - Sanjay Chouhan Death: প্রয়াত 'পান সিং তোমার' লেখক সঞ্জয় চৌহান, শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে
প্রসঙ্গত, ২০১৮ সালে সলমন খান তাঁর টেলিভিশন প্রোডাকশন কোম্পানি এসকে টিভির ঘোষণা করেন। এসকে টিভির প্রথম শো ছিল 'দ্য কপিল শর্মা শো'। এই শো দিয়েই নতুনভাবে দর্শকদের সামনে উপস্থিত হন কপিল শর্মা। এরপরই এসকে টিভির ফাউন্ডার এবং ম্যানেজিং পার্টনার হিসেবে নাদিমের নাম ঘোষণা করেন অভিনেতা। 'দ্য কপিল শর্নমা শো'-এর সিইও নাদিম কুরেশি।