Hooliganism: 'সন্তর্পণে এড়িয়ে যাওয়া হল RG কর, SSC..সেটা নাকি প্রতিবাদের গান?', 'হুলিগানইজম'-এর ভাইরাল গান নিয়ে ক্ষোভ উগরে দিলেন মেখলা
Anirban Bhattacharya: এই গান নিয়ে দ্বিধা বিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকেই আবার এই গানের বিরুদ্ধাচারণ করেছেন।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'হুলিগানইজম' (Hooliganism)-এর নতুন গান ভাইরাল। তবে কি'হুলিগানইজম' -এর নতুন গান মুক্তি পেল? নাহ.. বিষয়টি তেমন নয়। আসলে সদ্য একটি অনুষ্ঠান হয়েছিল যেখানে একত্রিত হয়ে পারফর্ম করেছিল অনেকগুলো ব্যান্ড। তাদের মধ্যেই একটা এই 'হুলিগানইজম'। এই ব্যান্ডেরই মঞ্চস্থ করা একটি গান সদ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বলা ভাল, ভাইরাল হয় গানের একটি অংশ। মোবাইলে তোলা একটি ভিডিও এক সন্ধের মধ্যেই ছড়িয়ে পড়ে মোবাইলে মোবাইলে। ভিউ হয় মিলিয়ান্সসে।
'হুলিগানইজম'-ব্যান্ডকে অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড বলা হলেও, অনির্বাণ এই ব্যান্ডের একজন সদস্য। দলের গুরুত্বপূর্ণ একজন ভোকালিস্ট। অনির্বাণ ছাড়াও এই ব্যান্ডে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহ, সুশ্রুত গোস্বামী, প্রীতম দেব সরকার, প্রীতম দাস, সোমেশ্বর ভট্টাচার্য, নীলাংশুক দত্ত ও কৃষানু ঘোষ। তাঁদের ব্যান্ডেরই একটি গানের ক্লিপিং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি গানে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ আর শতরুপ ঘোষের নাম উল্লেখ করা হয়েছে, তবে অবশ্যই মজার ছলে। অনেকে এই মজাকে তীর্যক বললেও, সিংহভাগ মানুষ কিন্তু এই রাজনৈতির স্যাটায়ারের মজাই নিয়েছেন।
তবে এই গান নিয়ে দ্বিধা বিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকেই আবার এই গানের বিরুদ্ধাচারণ করেছেন। অনেকে যেমন গান তুলেছেন গানের ভাষা নিয়ে, তেমন অনেকেই আবার বলেছেন, অনেক বিষয়েই প্রতিবাদ করা উচিত ছিল অনির্বাণ ভট্টাচার্যের, কিন্তু তিনি করেননি। আর এবার, 'হুলিগানিজম'-এর নতুন ভাইরাল গান নিয়ে মুখ খুলেছেন সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। সোশ্যাল মিডিয়ায় মেখলা লিখেছেন, 'একজন শিল্পী কেমন গান বানাবেন সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাঙালি জনগণের মগজ কী নামতে নামতে হাঁটুতে চলে গিয়েছে? নাহলে একটা পাক্কা ক্যাওড়ামির গানকে প্রতিবাদের গান বানিয়ে দিল! এসএসসি, আরজি কর, ল কলেজ, মা বউকে গালিগালাজ ইত্যাদি সন্তর্পণে এড়িয়ে যাওয়া, নিদেনপক্ষে ঘোষেদের দলে সন্দীপ ঘোষও যেখানে নেই…সেটা নাকি প্রতিবাদের গান? এই জন্যই বোধহয় বলে, We get the ruler we deserve… ' সোশ্যাল মিডিয়ায় মেখলার এই মতামতের সমর্থন করেছেন অনেকেই। তেমন অনেকেই আবার প্রতিবাদ করে পাশে দাঁড়িয়েছেন ''হুলিগানইজম''-এর।
কাজের ক্ষেত্রে, সদ্যই সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত একটি নতুন মিউজিক ভিডিও তৈরি করেছেন। স্বাধীনতা দিবসের ঠিক পরেই তিনি গেয়েছেন কাজী নজরুল ইসলামের গানটি— ‘কালের শঙ্খে বাজিছে আজও তোমারই মহিমা, ভারতবর্ষ...’






















