'Merry Christmas': জুটি বাঁধছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি, নতুন ছবির নাম ঘোষণা
'Merry Christmas' Update: অনুরাগীদের সঙ্গে 'নতুন শুরু'র খবর শেয়ার করে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন। অনুরাগীদের নয়া কায়দায় 'মেরি ক্রিসমাস' জানালেন অভিনেত্রী, খুশি ভক্তরা।
নয়াদিল্লি: বড়দিনে বড় ঘোষণা। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের আগামী ছবি 'মেরি ক্রিসমাস'-এর (Merry Christmas) নাম ঘোষণা করলেন। পরিচালক শ্রীরাম রাঘবনের (Sriram Raghavan) সঙ্গে কাজ করবেন এই ছবিতে অভিনেত্রী। অনুরাগীদের নয়া কায়দায় 'মেরি ক্রিসমাস' জানালেন অভিনেত্রী, খুশি ভক্তরা। ছবিতে ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi)।
অনুরাগীদের সঙ্গে 'নতুন শুরু'র খবর শেয়ার করে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'বড়দিনে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে সেটে ফিরলাম। আমি শ্রীরাম স্যরের সঙ্গে সবসময় কাজ করতে চেয়েছিলাম। থ্রিলার গল্প বলার ক্ষেত্রে তিনি মাস্টার ও তাঁর পরিচালনায় কাজ করতে পারা সম্মানের।' একইসঙ্গে 'সুপার ডিলাক্স' অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে পেরে তাঁর উচ্ছ্বাসের কথাও জানান ক্যাটরিনা।
View this post on Instagram
সম্প্রতি বিয়ের পর প্রথমবার অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে (Vicky Kaushal) মুম্বইতে ক্যামেরাবন্দি হন ক্যাটরিনা কাইফ। তাঁর নতুন ছবি পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পরিচালক শ্রীরাম রাঘবন 'বদলাপুর' ও 'এজেন্ট বিনোদ'-এর মতো ছবি তৈরি করেছেন।
চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের বিয়ে প্রথম থেকেই চর্চিত ছিল। বিয়ের পরের ছবিও ভাইরাল হয়ে যায় নিমেষে।