এক্সপ্লোর
Advertisement
ছবির সঙ্গে যুক্ত একজন যৌন হেনস্থায় অভিযুক্ত, তাই সেই ছবি ছাড়লেন আমির
মুম্বই: এখন গোটা বলিউড ‘মি টু’ প্রতিবাদের জেরে বিপর্যস্ত। সামনে আসছে একের পর এক পরিচালক, প্রযোজক, অভিনেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। অভিযোগে সোচ্চার একাধিক অভিনেত্রী, মহিলা সাংবাদিক, পরিচালক, লেখিকা থেকে শুরু করে শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্রু সদস্যরা।
এবার এই ‘মি টু’ আন্দোলনের জেরেই একটি ছবি থেকে সরে দাঁড়ালেন আমির খান। বুধবার তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, সেই ছবির সঙ্গে যুক্ত একজনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সেই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল আমির খান-কিরণ রাওয়ের প্রডাকশন সংস্থা। সেই ব্যক্তির সঙ্গে খুব শিগগিরই কাজ শুরু করার কথা ছিল আমিরের প্রযোজনা সংস্থার। যেহেতু সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত নয়, পুরোটাই আদালতের বিচার্য বিষয়, তাই আমির কোনও মন্তব্য করতে রাজি হননি। শুধুমাত্র নিজেরা সরে দাঁড়িয়েছেন।
তবে কোন ব্যক্তির সম্পর্কে যৌন হেনস্থার অভিযোগ, সেব্যাপারে আমির মুখ খোলেননি। সূত্রের খবর, গুলশন কুমারের বায়োপিক পরিচালনার জন্যে চলচ্চিত্র নির্মাতা সুভাষ কপূরকে নিয়ে ছিলেন আমিরের প্রযোজনা সংস্থা। তাঁর বিরুদ্ধেই এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ২০১৪ সালের ঘটনা। আমিরের সংস্থার তরফে দাবি করা হয়েছে, সমাজের প্রতি একটা দায়িত্ব আছে তাদের। তাই যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তকে কখনওই প্রশ্রয় দেয় না এই সংস্থা । তবে কেউ যদি মিথ্যে বলেন, তাঁকেও সমর্থন করে না কিরন-আমিরের সংস্থা।
— Aamir Khan (@aamir_khan) October 10, 2018প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার শিকার মহিলারা। ‘মি টু’ আন্দোলনের জেরে সামনে আসছে বহু অজানা ঘটনা। এখন সময় হয়েছে এধরনের হেনস্থা বন্ধ হওয়ার। তাই নির্যাতিতাদের পাশে থেকে তাঁদের লড়াইয়ে সাহস যোগানোই লক্ষ্য এই ক্ষমতাশালী দম্পতির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement