(Source: ECI/ABP News/ABP Majha)
Nusrat Jahan Baby Boy: নতুন মা নুসরতকে শুভেচ্ছাবার্তা মিমি, শ্রাবন্তী, তনুশ্রীর
মা হওয়া নুসরতের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁকে ভার্চুয়াল মাধ্যমে ভালোবাসা পাঠালেন মিমি চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তী।
কলকাতা: মা হয়েছেন প্রিয় বন্ধু। তাঁকে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে তুলবেন না বান্ধবীরা, তাও কী হয়? সদ্য মা হওয়া নুসরতের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁকে ভার্চুয়াল মাধ্যমে ভালোবাসা পাঠালেন মিমি চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তী।
'খেলা যখন' ছবির শ্যুটিং-এ আপাতত ময়ূরভঞ্জে রয়েছেন অভিনেত্রী মিমি। সেখান থেকেই সুখবর পেয়ে 'বোনুয়া' নুসরতের জন্য মিমির ট্যুইট বার্তা, 'অনেক অনেক শুভেচ্ছা নুসরত। ইচ্ছা করছে যদি সামনে থেকে একবার জড়িয়ে ধরতে পারতাম। অনেক আদর আর ভালোবাসা'। কিছুদিন আগেও টলিপাড়ায় শোনা গিয়েছিল, চিড় ধরেছে মিমি নুসরতের বন্ধুত্বে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। আজ ফের একবার বান্ধবীকে ভালোবাসা জানিয়ে মিমি বার্তা দিলেন, অটুট রয়েছে দুই নায়িকার বন্ধুত্ব।
শুধু কী মিমি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী ও তনুশ্রীও। এই দুই নায়িকার সঙ্গেই প্রথমবার প্রকাশ্যে এসেছিল নুসরতের বেবি বাম্পের ছবি। হামেশাই নুসরতের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁদের। বান্ধবী নুসরতের এই ভালো দিনে খুশি দুই নায়িকা। অদেখা ছবি পোস্ট করে 'সুইটহার্ট' নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী ও তনুশ্রী।
অন্যদিকে, সুস্থ আছেন নুসরত জাহান আর সদ্যোজাত শিশুপুত্র, জানাচ্ছেন যশ দাশগুপ্ত। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। আজ হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে পাশে রইলেন যশ।
সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া নুসরতকে নিয়ে অবশেষে মুখ খুললেন তারকা-সাংসদের বন্ধু অভিনেতা যশ। যশ বলছেন, যাঁরা নুসরতের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন জানাচ্ছি, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নুসরত। লিখেছিলেন, 'ভয়ের থেকেও বেশি আছে বিশ্বাস'
আজই মা হলেন নুসরত জাহান। কোলে এল একরত্তি। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে। সদ্যোজাত ও নবজাতককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই কেবিনে ফেরানো হবে বলে জানা গিয়েছে।