Mimi Chakraborty: 'বিয়ে কবে করব? সবজায়গায় শুধু রাজনীতি....' মিমির যে আর কিছুই 'ভাল্লাগছে না'
Mimi Chakraborty's Song: আজ মুক্তি পেল মিমি চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও, 'ভাল্লাগছে না'। গানটি গেয়েছেন অভিনেত্রী নিজেই।

কলকাতা: তাঁর জীবন নিয়ে বহু মানুষের বহু আগ্রহ, বহু প্রশ্ন। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে রোজকার জীবনের অভিনয়... এই সবকিছুর সঙ্গে 'একা লড়তে', মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র কখনও কি মনে হয় 'ভাল্লাগছে না'? অভিনেত্রী সাংসদের সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও অন্তত বলছে সেই কথাই। যেখানে মন খুলে, কোন অভিনয় না রেখে... নিজের মনের কথা বলেছেন মিমি।
আজ মুক্তি পেল মিমি চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও, 'ভাল্লাগছে না'। এই গান মুক্তির হদিশ আগেই দিয়েছিলেন মিমি। গানটি গেয়েছেন অভিনেত্রী নিজেই। গানটি লিখেছেন মিমি ও তপাস। গান তো নয়... যেন মিমির মনের কথা। অভিনেত্রী সাংসদ চিরকালই স্পষ্টবক্তা। এই গানেও যেন তারই ছোঁয়া। গানের কথায় যেন প্রকাশ পেয়েছে বিয়ে নিয়ে প্রশ্ন, আলোচনায় তাঁর বিরক্তি, সবকিছুতে রাজনীতিতে আপত্তি, সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে হতাশা। সমস্ত মনের কথা যেন গানেই উগরে দিলেন মিমি। গানের মিমিকে কখনও দেখা গিয়েছে বধূবেশে.. কখনও আবার তিনি এক্কেবারে আধুনিকা।
View this post on Instagram
এই গানের প্রচারের ধরণও ছিল বেশ অভিনব। কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নানা ভিডিও পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী। সব ভিডিওরই সারমর্ম, অভিনেত্রীর 'ভাল্লাগছে না' (Bhallagchena)। কিন্তু কেন? কী হয়েছে তাঁর? এরপরে, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কনের সাজে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। লাল বেনারসী, গলায়-কানে হালকা গয়না, শাঁখা-পলা, মাথায় মুকুট। তাহলে কি এবার মাঘ মাসেই বিয়ে সেরে ফেলছেন তিনি? অন্যদিকে অভিনেত্রীর এক হাতে গিটার ও অন্য হাতে চোঙ মাইকও রয়েছে। আসলে যে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তাঁর নতুন মিউজিক ভিডিও (music video), যার নাম 'ভাল্লাগছে না', তা প্রথমটা আঁচ করতে পারেননি অনেকেই। 'মিমি চক্রবর্তী ক্রিয়েশনস' নিবেদিত, 'ভাল্লাগছে না' তাঁদের নতুন গান মুক্তি পেল আজ।
আরও পড়ুন: Karan Johar: কর্ণের সিনেমায় ইব্রাহিম, কাজল, পৃথ্বীরাজ? রহস্যে মোড়া নতুন ছবির ঘোষণা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।























