Mimi Chakraborty: মিমির প্রথম বলিউড ফিল্ম মিস করেছেন? এবার দেখার সুযোগ পাবেন ওটিটিতেই
Shastry Virudh Shastry: পোস্ত' ছবিটির গল্পকেই নতুন আঙ্গিকে হিন্দি ভাষায় বলেছিলেন পরিচালকেরা। সেই ছবি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে
কলকাতা: চলতি বছরেই বলিউডে পা রেখেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কেবল মিমিই নয়... একই ছবির হাত ধরে বলিউডে কাজ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'পোস্ত' ছবিটির গল্পকেই নতুন আঙ্গিকে হিন্দি ভাষায় বলেছিলেন পরিচালকেরা। সেই ছবি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)!
৩ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)। তবে খুব বেশিদিন প্রেক্ষাগৃহে থাকতে পারেনি মিমির প্রথম হিন্দি ছবি। এমনকি পরিচালকদের তরফ থেকেও ছবিটি নিয়ে তেমন প্রচারের উদ্যোগ দেখা যায়নি। প্রায় সেই সময়েই উইন্ডোজ (Windows) থেকে মুক্তি পেয়েছিল 'রক্তবীজ' (Roktobeej)। সেই সময়ে প্রযোজনা সংস্থা ব্যস্ত ছিল এই ছবির প্রচারের কাজেই।
কানাঘুষোয় শোনা যায়, এই ছবিটির জন্য 'উইন্ডোজ' হাত মিলিয়েছিল 'ভায়াকম ১৮ স্টুডিওজ'-এর সঙ্গে। তবে 'রক্তবীজ' ও 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' এক্কেবারে পর পর মুক্তি পাক, তা চায়নি 'উইন্ডোজ'। আর সম্ভবত তাই.. ছবির প্রচার নিয়ে তেমন উদ্যোগী হয়নি উইন্ডোজ। ছবিটি বক্সঅফিসেও তেমন ছাপ ফেলতে পারেনি। তবে এবার সেই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ২৯ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে এই ছবি। ফলে, মিমি-শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি এবার দেখা যাবে ওটিটিতেও।
বাংলায় এই ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), Paran Banerjee (Paran Bandhopadhay)। সেই ছবির গল্প নিয়েই হিন্দিতে তৈরি হবে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'। বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। তার মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছে মিমিকে। এই ছবিতে অন্যান্য মুখ্যভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল (Paresh Rawal), নীনা কুলকার্নি (Neena Kulkarni) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রী।
এই ছবির গল্প এক খুদেকে নিয়ে যার অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পরে তার নিজেরই বাবা-মা ও ঠাকুমা-দাদু। ছোটবেলা থেকে দাদু-ঠাকুমার কাছে বেড়ে ওঠা সেই খুদের অভিভাবকের জায়গা নিয়েছিলেন দাদু ঠাকুমা। মা-বাবার সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও, সেই খুদে সবচেয়ে বেশি আশ্রয় খোঁজে দাদু ঠাকুমার কাছেই। তবে একসময় মা-বাবা তাকে নিয়ে চলে যেতে চায় নিজের সঙ্গে। সেই থেকেই শুরু হয় লড়াই। কোন পথে যাবে এই পরিবারের গল্প, সেই উত্তর মিলবে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' ছবিতে।
আরও পড়ুন: Dev on Social Media: রুক্মিণীর সঙ্গে ছবির সেটেই বর্ষশেষ দেবের, কেমন কাটল তারকার ২০২৩?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।